দৃষ্টিপ্রতিবন্ধীদের ‘যুক্তির আলোয় দেখি’ বিতর্ক শুরু ২১ এপ্রিল

:
: ৬ years ago

পিছিয়ে থাকা দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদেরও মাঝে রয়েছে অফুরন্ত প্রতিভা। যারা সুযোগ পেলে নিজেদের অমিত প্রতিভা তুলে ধরতে পারে। কিন্তু পর্যাপ্ত সুযোগ সুবিধা ও সচেনতার অভাবে জাতীয় উন্নয়নের মূল ধারায় এখন পর্যন্ত দৃষ্টিপ্রতিবন্ধীদের পুরোপুরি সম্পৃক্ত করা সম্ভব হয়নি। শিক্ষা, সংস্কৃতিতে বরাবর দৃষ্টিপ্রতিবন্ধীরা অবদান রাখলেও প্রয়োজনীয় সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতার অভাবে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা তাদের মেধার পরিপূর্ণ প্রকাশ করতে পারছে না।

ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজনে ‘অন্য দৃষ্টিতে আমার পৃথিবী’ স্লোগানকে সামনে রেখে ২১ এপ্রিল এফডিসিতে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হবে। বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠানগুলো প্রতি শুক্রবার ধারাবাহিকভাবে বেসরকারি চ্যানেল এটিএন বাংলায় প্রচারিত হবে।

শনিবার জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ এসব কথা জানান।

তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের দৃষ্টিহীন শিক্ষার্থীরা বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

কিরণ জানান, প্রতিযোগিতায় প্রতিবন্ধীদের নানাবিধ সমস্যা, তাদের নিয়ে সামাজিক দৃষ্টিভঙ্গি, পরিবার ও রাষ্ট্রের দায়িত্ব- এসব বিষয় স্থান পাবে। প্রত্যেক দলে পাঁচজন শিক্ষার্থী ছায়া সংসদের আদলে এ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিবেট ফর ডেমোক্রেসির পরিচালক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, জাহিদ রহমান, ড. এস এম মোর্শেদ, ভিউ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম খান, বাংলাদেশ ভিজুয়ালী ইমপেয়ার্ড পিপলস সোসাইটির সাধারণ সম্পাদক নাজমা আরা বেগম পপি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির ডেপুটি রেজিস্ট্রার শাহ আলম হিমু, জাতীয় বির্তাকিক জান্নাতুল ফেরদাউস, সাইফুল্লাহ ওমর নাসিফ প্রমুখ।