দূর দেশে তারকাদের ঈদ

:
: ১ বছর আগে

অনেক অভিনয়শিল্পী ক্যারিয়ারে প্রতিষ্ঠা পাওয়ার পরও বিদেশে পাড়ি জমিয়েছেন। সেখানে স্বামী-সন্তান নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন। আবার পেশাগত কাজে অনেক তারকাই দেশের বাইরে অবস্থান করছেন। স্বাভাবিকভাবে দূর দেশে ঈদুল আজহা উদযাপন করছেন তারা। বিদেশের মাটিতে কেমন কাটছে এসব তারকাদের ঈদ, তা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।

যুক্তরাষ্ট্রে ঈদুল আজহা উদযাপন করছেন নগরবাউল জেমস। চলতি মাসে সেখানে গিয়েছেন তিনি। এরই মধ্যে কয়েকটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন, আরো কয়েকটি কনসার্টে পারফর্ম করবেন এই বরেণ্য শিল্পী। সেখান থেকে ফেসবুক পোস্টে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এই তারকা।

২০১২ সালে যুক্তরাষ্ট্রে প্রবাসী ফাইয়াজ শরীফ ফাসবির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মোনালিসা। বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এই অভিনেত্রী। সেখানে ঘনিষ্ঠজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি শেয়ার করে ঈদুল আজহার শুভেচ্ছো জানিয়ে এই অভিনেত্রী লিখেছেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ তাআলা আমাদের সকল ত্যাগ, দোয়া কবুল করুন, আমাদের সুখের দরজা খুলে দিন। এই ঈদে যেসব প্রিয়জনেরা আমাদের সঙ্গে নেই, আল্লাহ তাদের প্রতি রহম করুন এবং তাদেরকে জান্নাত দান করুন।’

 

ছোট পর্দার তারকা দম্পতি হিল্লোল-নওশীন। অভিনয়ে এখন অনিয়মিত। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন এই যুগল। সেখানে ঈদুল আজহা উদযাপন করছেন তারা। নওশীন তার ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘ঈদ মোবারক।’

ফারিয়া শাহরিন বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। স্থায়ীভাবে সেখানে বসবাস করেন না তিনি। কিন্তু অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গিয়েছেন। আর এ অনুষ্ঠানের কারণে লস অ্যাঞ্জেলেসে ঈদুল আজহা উদযাপন করছেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত এই অভিনেত্রী। কয়েকটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘লস অ্যাঞ্জেলেস থেকে সবাইকে ঈদ মোবাররক।’

মডেল-অভিনেত্রী নাফিজা জাহান। ২০১৫ সালে সংগীতশিল্পী এস আই টুটুল ও অভিনেত্রী তানিয়া আহমেদের ভাগনে দীপকে বিয়ে করে যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন তিনি। সেখানে স্বামী ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করছেন। এবারের ঈদটা নাফিজার একটু আলাদা। কারণ এবার বোনের সঙ্গে ঈদ উদযাপন করছেন তিনি। বেশ কিছু ছবি পোস্ট করে এ অভিনেত্রী লিখেছেন, ‘১০ বছর পর বোনকে কাছে পাওয়া, তা-ও আবার একসঙ্গে ঈদ করা। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সত্যিই মহান।’

সংগীতশিল্পী প্রতীক হাসানও বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন। একটি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দিতে সেখানে গিয়েছেন তিনি। নিউ ইয়র্কে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে এই গায়ক লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক।’