বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নতুন করে দেশের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশে বন্যা নিয়ন্ত্রণ সেল গঠন করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)।
রোববার (২১ জুলাই) বিসিসির জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হোসেন বাবলু এ তথ্য জানান।
তিনি জানান, বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নতুন করে দেশের বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। তাই বন্যা মোকাবিলায় বিসিসির প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাসকে ফোকাল পারসন করে তিনসদস্য বিশিষ্ট সেল গঠন করা হয়েছে।
সেলের অন্য সদস্যরা হলেন- বিসিসির সহকারী প্রকৌশলী (পানি) মামুন আর রশিদ এবং উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) অহিদ মুরাদ।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com