জাকারিয়া আলম দিপুঃ অল্প ক’দিন আগের চিরচেনা সবুজ ধানের মাঠ ধীরে ধীরে রুপ পাল্টে ধারণ করছে কৃষকের স্বপ্নের রঙে। পাকা ধানের মৌ মৌ গন্ধ সুবাস ছড়াচ্ছে বাতাস। তবে সেখানে শঙ্কার মেঘ দানা বেঁধেছে। করোনা ভাইরাসের কারণে দেখা দেয় শ্রমিক সংকট ।
করোনার প্রাদুর্ভাব ঠেকাতে দেশব্যাপী সাধারন ছুটির সাথে বেশ কিছু এলাকায় চলছে লকডাউন। ঠিক এমন অবস্থায় বোরো ধান পেকে যাওয়া এবং ধান কাটার শ্রমিক সংকট দেখা দিলে বিপাকে পড়ে অসহায় কৃষকেরা। সেই সমস্ত অসহায় কৃষকের পাশে দাঁড়াতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই নির্দেশ অনুযায়ী বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যর আহ্বানে সাড়া দিয়ে দেশজুড়ে কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিচ্ছে ছাত্রলীগ।
তারই ধারাবাহিকতায় কাগাশুরা বাজারের কৃষক আলী আজগর মাঝির ধান কেটে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেলসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীরা। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত কৃষক আলী আজগর মাঝির ধান কেটে দেন ছাত্রলীগের কর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের কর্মী তানভীর আহমেদ সাফিন, অভিজ্ঞান দাস অন্তু,মিঠুন দাস, সজীব কুমার সাহা, রাইদুল খান কৌশিক, বিধু পাল, এস.এম ইয়ে আন নাফিসহ আরো অনেকে।