 
                                            
                                                                                            
                                        
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন উপলক্ষ্যে কাওলা সিভিল এভিয়েশন মাঠে প্রধানমন্ত্রীর জনসভা স্থগিত করা হয়েছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত জনসভা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব হাসান জাহিদ তুষার।
তিনি জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের শুধু উদ্বোধনী অনুষ্ঠান হবে। সমাবেশটি আগামী ১৪ অক্টোবর দুপুর ২টায় একই স্থানে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিমানবন্দর থার্ড টার্মিনালের উদ্বোধনের পর কাওলা সিভিল এভিয়েশন মাঠে জনসমাবেশ করার কথা ছিল আওয়ামী লীগের। অতিবৃষ্টির কারণে এটি পরিবর্তন করা হলো।