দুর্ঘটনায় আহত হয়েছেন টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বর্তমানে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন এই অভিনেত্রী। শুক্রবার (১ জুলাই) তার একটি অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর প্রকাশ করেছে।
এ বিষয়ে কথা বলতে শ্রীলেখা মিত্রর সঙ্গে যোগাযোগ করে সংবাদমাধ্যমটি। আলাপকালে এই অভিনেত্রী বলেন—‘কথা বলার মতো অবস্থায় নেই। এখনি অপারেশন থিয়েটারে ঢুকছি।’
কোথায়, কীভাবে দুর্ঘটনার শিকার হয়েছেন শ্রীলেখা তা জানা যায়নি। তবে এ অভিনেত্রী তার ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, হুইল চেয়ারে বসে আছেন শ্রীলেখা, তার বাঁ পাশের চোখের ওপরে ব্যান্ডেজ। ক্যাপশনে লিখেছেন—‘শুটিং ফ্লোর থেকে নয়, হাসপাতালের ফ্লোর থেকে। অ্যাপোলো হাসপাতালের কর্মীদের ভালোবাসায় মুগ্ধ।’
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com