দুর্ঘটনার কবলে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার

লেখক:
প্রকাশ: ৬ মাস আগে

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী রোববার এ তথ্য জানিয়েছেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদি জানিয়েছেন, হেলিকপ্টারটি বিপজ্জনকভাবে অবতরণ করেছিল। তারা আরও বিশদ বিবরণের জন্য অপেক্ষা করছেন। উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলের পথে রয়েছে।

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, হেলিকপ্টারটিতে প্রেসিডেন্ট রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান ও স্থানীয় কর্মকর্তারা ছিলেন।

 

ইরানি সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বহরে তিনটি হেলিকপ্টার ছিল। দুটি হেলিকপ্টার তাদের গন্তব্যে নিরাপদে পৌঁছেছে। তবে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি ইস্টার আজারবাইজান প্রদেশে দুর্ঘটনার কবলে পড়ে।

যেখানে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়েছে ওই এলাকটি ইস্টার আজারবাইজান প্রদেশের রাজধানী তাব্রিজের উত্তরে প্রায় ৫০ কিলোমিটার দূরে ভারজেকান শহরের কাছে। সেখানে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে গেছে। পাহাড়ি ও জঙ্গলে দৃশ্যমানতা মাত্র পাঁচ মিটারে নেমে এসেছে বলে জানিয়েছেন ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজের একজন প্রতিবেদক।

 

আধা-সরকারি ফারস বার্তা সংস্থা ইরানিদের রাইসির জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছে।

২০২১ সালে ৬৩ বছর বয়সী রাইসি প্রেসিডেন্ট নির্বাচিত হন। দায়িত্ব নেওয়ার পর থেকে নৈতিকতা আইন কঠোর করার নির্দেশ দিয়েছিলেন তিনি।