প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৫, ৯:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২১, ৪:১৩ অপরাহ্ণ
দুমকি প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

মোঃনাসির উদ্দিন (জুয়েল)পটুয়াখালী প্রতিনিধিঃ- দুমকি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ায় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আবায়ক করা হয়েছে পটুয়াখালী জেলা পরিষদ সদস্য ও দৈনিক সাথীর সহকারী সম্পাদক সৈয়দ ফজলুল হককে, যুগ্ন আহ্বায়ক নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের পবিপ্রবি প্রতিনিধি কাজী বেলাল হোসেন দুলাল কে। বৃহঃবার সকাল ১০টায় দুমকি প্রেসক্লাব মিলনায়তনে সহ-সভাপতি এস এম জাকির হোসেনের সভাপতিত্বে প্রেস ক্লাবের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ায় সর্বসম্মতিক্রমে ১১সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, এস এম জাকির হোসেন হাওলাদার (দৈনিক আমাদের সময়) ম মামুন খান ফারুকী (দৈনিক স্বদেশ প্রতিদিন) মোঃ আব্দুল কুদ্দুস (দৈনিক মানবজমিন) মোঃ আবুল হোসেন (এশিয়ান টেলিভিশন)কে এম আনোয়ারুজ্জামান চুন্নু (দৈনিক সংবাদ সকাল) মোঃ আবুল হোসেন (দৈনিক বাংলাদেশ বুলেটিন) সাইদুর রহমান খান (দৈনিক দিনকাল) মোঃনাঈম হোসেন (একাত্তর টেলিভিশন ও বাংলাদেশ টুডে) মোঃ জাহিদুল ইসলাম (দৈনিক মাতৃভূমির খবর ও দৈনিক দেশ বার্তা)।
উল্লেখ্য যে দুমকি প্রেস ক্লাবের সভাপতি এইচএম আনোয়ার হোসেন জেলা প্রেস ক্লাবের সদস্য হওয়ায় তিনি গেল ডিসেম্বরে পদত্যাগ করেন, কিন্তু তার দুমকি প্রেসক্লাবে দীর্ঘ ২৭ বছর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকার জন্য এবং অবদানের জন্য সকলে দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
@Earthtimes24.com