দুমকিতে ৩৭ বছরেও মকিমজান বালিকা বিদ্যালয়ের হয়নি ভবন

:
: ৩ years ago

মোঃনাসির উদ্দিন(জুয়েল)পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার আংগারিয়া ইউনিয়নে মকিমজান আদর্শ নিন্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি ১৯৮৩ সালে স্থাপিত হয়ে ১৯৮৬সালের ১লা সেপ্টেম্বর এমপিওভূক্ত হলেও প্রথম থেকে জরাজীর্ণ ঘরেই চলছে বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম। বিদ্যালয়টির অবস্থান উপজেলা সদর থেকে মাত্র ১.২ কিলোমিটার পশ্চিমে। লেবুখালী বাউফল মহাসড়কের পাশেই বিদ্যালয়টি ১৯৮৩ সালে স্থাপিত হওয়ার পরে ২০০৭ সালে সিডরের তান্ডবে লন্ডভন্ড হয়ে যায়। সামান্য আর্থিক সহায়তা নিয়ে বিদ্যালয়টি আবার সংস্কার করা হলেও ২০১৫ সালের কালবৈশাখীর ঝড়ে বিদ্যালয়টি সম্পূর্নভাবে বিধ্বস্ত হয়। বিদ্যালয় কার্যক্রম পরিচালনার জন্য আবার স্থানীয় লোকজন ও শিক্ষকদের সহায়তায় পুনরায় মেরামত করা হলেও জরাজীর্ণতার মধ্যেই রয়েছে বিদ্যালয়টি । প্রয়োজনের তুলনায় রয়েছে আসবাবপত্রের সংকট। জে.এস.সি পরীক্ষার ফলাফল শতভাগ। বালিকা বিদ্যালয় হওয়া সত্বেও নেই শিক্ষক,শিক্ষিকা, শিক্ষার্থীদের জন্য আলাদা সৌচাগার ব্যবস্থা। একটি মাত্র টয়লেট ব্যবহার করতে হয় সকলের। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোস্তফা সিকদার বলেন তার এই জরাজীর্ণ অবস্থা কাটিয়ে উঠার জন্য সরকারের কাছে আকুল আবেদন সুন্দর অবকাঠামোসহ একটি ভবন পেলে শিক্ষার্থীদের সুন্দর পরিবেশে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারবে।
 #