মো.নাসির উদ্দিন(জুয়েল)পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করছেন পটুয়াখালী জেলা শ্রমিক লীগে ত্রান বিষয়ক সম্পাদক মো.মনিরুজ্জামান মনির।
করোনা মহামারি বাংলাদেশে আশার পর থেকে তিনি লেবুখালী, পাগলা, সাতানী কালভার্ট বাজার,দুমকি নতুন বাজার, থানা ব্রিজ, রাজাখালী,বোর্ড অফিস বাজার, তালতলি,কদম তলা, চরগরবদীসহ দুমকি উপজেলার বিভিন্ন আটোস্ট্যান্ড, বাসস্ট্যান্ডে অটো ও দিনমজুর শ্রমীকদের সার্জিক্যাল মাস্ক,হাত ধোয়ার সাবান, হ্যান্ড গ্লোবস, হ্যান্ড ডেসিনা,মাথার হেড কাভার, স্প্রে ও সচেতনতা মূলক লীফলেট বিতরন করে আসছে।
সরোজমিনে আজ শনিবার (১০ এপ্রিল) দুমকি নতুন বাজারে প্রায় ১৫০ জনকে সার্জিক্যাল মাস্ক বিতরন করতে দেখা যায়।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, আপনারা সবাই জানেন সারা বিশ্বের ন্যায় বাংলাদেশও মহামারী করোনা ভাইরাস দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে সেটাকে মোকাবেলা করার জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তথা বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আমি দুমকি উপজেলার বিভিন্ন হাট – বাজার, বাসস্ট্যান্ড, অটোসস্ট্যান্ডে ঘুরে ঘুরে সাধারণত মানুষকে করোনার মহামারী থেকে রক্ষা করতে সার্জিক্যাল মাস্ক,হাত ধোয়ার সাবান, হ্যান্ড গ্লোবস,হ্যান্ড ডেসিনা,মাথার হেড কাভার, শ্পে ও সচেতনতা মূলক লিফলেট বিতরন করে আসছি।
সাংবাদিকদের এক প্রশ্নে তিনি আরও জানান, সম্পুর্ণ নিজ অর্থায়নে তিনি এ সেবা দিয়ে আসছেন।
তিনি সকলকে জরুরী প্রয়োজন ছারা ঘরের বাহিরে বের না হওয়ার জন্য অনুরোধ করেন ও সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করেন।