প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৮:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২১, ৪:০৬ পূর্বাহ্ণ
দুমকিতে যুবদলের কমিটি নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মোঃ নাসির উদ্দিন(জুয়েল) পটুয়াখালী প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তা বাদী যুবদল দুমকি উপজেলা শাখার নব গঠিত আহবায়ক কমিটির কতিপয় নেতাদের সম্পর্কে গত ১৬/০৩/২১ ইং প্রেসক্লাব দুমকিতে কিছু ভিত্তিহীন অভিযোগ এনে সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়েছেন দুমকি উপজেলা যুবদল।
শুক্রবার সকাল ১০ টায় উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক শামিম হাওলাদার দুমকি প্রেসক্লাবে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সারাদেশে যুবদলকে গতিশীল করতে কেন্দ্রীয় যুবদলের গঠিত সাংগঠনিক টীম ও জেলা যুবদলের নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মীসভার মাধ্যমে দুমকি উপজেলা যুবদলের কমিটি গঠন করা হয় যে কর্মীসভায় সদ্য ঘোষিত কমিটির আহবায়ক উপস্থিত না থেকেও কিভাবে আহবায়ক নির্বাচিত হয় তা আমাদের বোধগম্য নয়। গত ১৬/০৩/২১ ইং তারিখের সংবাদ সম্মেলনে সদ্য ঘোষিত কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন সহ কয়েকজন যুগ্ম আহবায়ক সম্পর্কে ভিত্তিহীন কিছু অভিযোগ করা হয়। জাকির হোসেন ২০০৯ সালে গঠিত উপজেলা যুবদলের কমিটিতে যুগ্ম আহবায়ক পদে ছিলেন। পরবর্তীতে তিনি উপজেলা যুবদলের আহবায়ক ও পরে জেলা যুবদলের সদস্য নির্বাচিত হন। বিগত দিনে তিনি দলীয় কর্মসূচী পালন করতে গিয়ে বিভিন্ন সময় মামলা হামলার শিকার হন। ৪ নং যুগ্ম আহবায়ক মোঃ শামিম হাওলাদার ও ৫ নং যুগ্ম আহবায়ক জাকির হোসেন মিলন বিগত কমিটির যুগ্ম আহবায়ক ছিলেন। তারা বিভিন্ন সময় হামলা, মামলা ও নির্যাতনের শিকার হন এবং দলীয় কর্মসূচীতে সক্রিয় ছিলেন। ৮নং যুগ্ম আহবায়ক মোঃ সাইদুর রহমান খান পূর্বে চাকুরী করলেও বর্তমানে করেন না এবং তিনি স্থায়ী ভাবে এলাকায় বসবাস করেন। তিনি ছাত্র দলের একনিষ্ঠ কর্মী ছিলেন পরবর্তীতে শ্রীরামপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক পরে উপজেলা জাসাসের সহ সভাপতি এবং উপজেলা যুবদলের যুগ্ম- আহবায়ক পদে দ্বায়িত্ব পালন করে বিভিন্ন সময়ে গ্রেফতার ও হামলার শিকার হন। ৯ নং যুগ্ম আহবায়ক মাইনুল হাসান সোহেল বিগত কমিটির যুগ্ম আহবায়ক ছিলেন।
শামিম হাওলাদার আরও বলেন,৬ নং যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সম্ভু পূর্বে তৎকালীন জেলা ছাত্র দলের সভাপতি বিপ্লব গাজীর একক স্বাক্ষরে একটি কমিটি এনে নিজেকে উপজেলা ছাত্র দলের সভাপতি দাবি করেন যা গঠনতন্ত্র পরিপন্থী। ফলে ঐ কমিটি উপজেলায় বিতর্কিত হয় যার ফলে তিনি পাচঁটি ইউনিয়নে কর্মিসভা ও কমিটি প্রদানে ব্যর্থ হয়। আমরা বিগত দিনে কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি সফল ভাবে পালন করেছি এবং করোনাকালীন সময়েও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছি যা জেলা যুবদলের নের্তৃবৃন্দ অবগত আছেন।
আমরা ১৬/০৩/২১ ইং তারিখের অনুস্ঠিত সংবাদ সম্মেলনের তীব্র প্রতিবাদ জানাই এবং কেন্দ্রীয় যুবদল নেতাদের দৃষ্টি আকর্ষন করছি, যারা দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য বিভিন্ন ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাই। এসময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদল নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
@Earthtimes24.com