দুমকিতে যুবদলের অসংগতিপূর্ন কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

লেখক:
প্রকাশ: ৪ years ago

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি॥ পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের সদ্য
ঘোষিত অসংগতিপূর্ণ আহ্বায়ক কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন
দুমকি উপজেলার যুবদলের নেতৃবৃন্দ।

গতকাল ১৬ মার্চ বেলা ১১ টার সময় প্রেসক্লাব দুমকির হল রুমে আয়োজিত
সংবাদ সম্মেলনে বিভিন্ন ইউনিয়ন ও উপজেলার যুবদলের ত্যাগী ও বারবার কারা
নির্যাতিত নেতৃবৃন্দের পক্ষে লিখিত বক্তব্য পাঠ কারেন উপজেলা যুবদলের যুগ্ন
আহ্বায়ক জসিম উদ্দিন সম্ভু।

তিনি বলেন, অসংগতিপূর্ন আহ্বায়ক কমিটির মধ্যে সিনিয়র যুগ্ন
আহ্বায়ক জাকির হোসেন হাওলাদারের কোন রাজনৈতিক কর্মকান্ড নেই। যুগ্ন
আহ্বায়ক মিজানুর রহমান লাল মিয়া, সামিম হাওলাদার, মাইনুল হাসান সোহেল,
তারা অপরিচিত মুখ এবং বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত। সাইদুর রহমান তিনি
গ্রামীনব্যাংকে চাকুরীরত এবং দুমকি উপজেলার বাহিরে স্থায়ী ভাবে বসবাস
করেন। এই কমিটির দুই তৃতীয় অংশ অপরিচিত মুখ দিয়ে গঠন করা হয়েছে। তাদের
দাবি সদ্য ঘোষিত অসংগতি কমিটির মধ্যে অযোগ্যদের বাতিল করে যোগ্য,
ত্যাগী, কারাবরণ, নির্যাতিত, হামলা, মামলার স্বীকার নেতা কর্মীদের যথাযথ
মূল্যয়ন করে ৪৮ ঘন্টার মধ্যে পূর্ণ বিবেচনা না করা হলে পরবর্তীতে মানববন্ধন,
বিক্ষোভ সহ পর্যায়ক্রমে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।

এবিষয় জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ্যাড তৌফিক আলী খান জানান,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় যুবদল ও ৮ সদস্য
বিশিষ্ট বিভাগীয় টিম ও জেলা যুবদলের নেতৃবৃন্দের মাধ্যমে বিবেচনা করে ৪৫
দিনের জন্য আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে। অসংগতি থাকলে পরবর্তীতে ত্যাগী
যোগ্য নেতাদের পূর্নঙ্গ কমিটিতে মূল্যায়ন করা হবে।
মো: নাসির উদ্দিন