দুমকিতে নির্যাতনের স্বীকার একজন ব্যবসায়ী।

লেখক:
প্রকাশ: ৩ years ago

মোঃনাসির উদ্দিন (জুয়েল)পটুয়াখালী প্রতিনিধিঃপটুয়াখালী জেলার দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েরা গ্রামের অনর্গত আতাহার উদ্দিন এর ছেলে আঃরহমান খান (৫০)তালতলি বাজারে জমি খরিদ করে দোকান নির্মান করে মনোহরী মালামাল বিক্রয় করে, জীবিকা নির্বাহ করে।এই জমি নিয়ে তার সহোদর ছোট দুই ভাই ও চাচাতো ভাইয়ের সাথে দির্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।তিনি সাংবাদিক সম্মেলনে জানায় তার পরিবারকে নিঃস্ব করার হুমকি দিয়ে যাচ্ছে।

তিনি আরো জানান গত ২১/০৩/২০২১ইং তারিখ সকালে উল্লেখিত ব্যক্তিরা পূর্বপরিকল্পিতভাবে আমাকে, আমার স্ত্রী ও মেয়েকে বাঁশের লাঠি,লোহার রড,দাও নিয়ে আক্রমণ করে ও প্রচুর মারধর করে এবং হাসপাতালে ভর্তি হই।আমাদের মেরেই ক্ষ্যান্ত হয়নি দোকানের বেড়া ও দরজা কুপিয়েও ভাংচুর করে।তিনি আরো জানান এই ব্যাপারে সালিশ বৈঠক ও মানছেনা। আমি এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করি দুমকি থানার এস আই সিদ্দিকুর রহমান স্যারের কাছে।ঘটনার সত্যটা যাচাইয়ের জন্য তার কাছে ফোন করা হলে তিনি সত্যতা স্বীকার করে জানিয়েছেন এ ব্যাপারে তারা ব্যবস্থা নিচ্ছেন।ভুক্তভোগী সংবাদ সম্মেলনে জানিয়েছেন প্রতিপক্ষ প্রভাবশালী ও দস্যু প্রকৃতির লোক হওয়ায় যে কোনো সময় তাদের উপর হামলা ও মেরে ফেলতে পারে।এই জন্য তিনি আইনের আশ্রয় চেয়েছেন।