দুমকিতে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি,স্লাইন সংকট, চরম ভোগান্তিতে রোগী

:
: ৩ years ago

মোঃনাসির উদ্দিন(জুয়েল)পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলায় আশঙ্কাজনক হারে  ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি  পেয়েছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও লুর্থারান হেলথ কেয়ারে  রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। ১৭ এপ্রিল বেলা ১২টা পর্যন্ত এ দুটি হাসপাতালে শতাধিক রোগী চিকিৎসারত অবস্হায় ভর্তি আছে।  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৮২রোগীর মধ্যে অনেকের‌ই অভিযোগ ঠিক মতো চিকিৎসা সেবা পাচ্ছেন না, ডাক্তার ও নার্সদের খামখেয়ালির কারনে রোগীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
রোগী সোহরাব ফরাজীর ( ৬০ ) ছেলে সুমন ফরাজী বলেন  তার বাবার জন্য বাহির থেকে স্যালাইন এনে নার্সদের না পেয়ে বাহির থেকে লোক এনে ১১ হাজার স্যালাইন পুশ করেছেন। বেডের অভাবে রোগীরা ফ্লোরে অবস্থান করছেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মুঠোফোনে জানান , স্যালাইন সংকট আছে, তবে উপজেলা প্রশাসন থেকে ১লক্ষ টাকা জরুরি বরাদ্দ  পেয়েছেন, আগামী কাল হয়ত স্যালাইন পাবেন ।  অপরদিকে লুর্থারান হেলথ কেয়ারে কর্তব্যরত ডাঃ অমিতাভ জানান  , ডায়রিয়ার প্রাদুর্ভাব বেড়েছে গত কয়েক দিন ধরে রোগীর সংখ্যা বাড়ছে।  বর্তমানে তাদের পর্যাপ্ত স্যালাইন রয়েছে।   এদিকে শ্রীরামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের  মেম্বার হুমায়ুন কবির মৃধাসহ তার পরিবারের ৬ সদস্য  ডায়রিয়ায় আক্রান্ত হয়ে লুথারানে চিকিৎসা রত অবস্থায় আছে।