দুই সিটি নির্বাচন: সেনা মোতায়েনের সম্ভাবনা নেই

:
: ৬ years ago

নির্বাচন কমিশনার (ইসি) মো. রফিকুল ইসলাম বলেছেন, খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের সম্ভাবনা নেই। এ নির্বাচনে সীমিত পরিসরে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হবে।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) কেন্দ্র বাছাই করে সেখানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচন উপলক্ষে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও সহায়ক কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি রফিকুল আরও বলেন, কোনো নিষিদ্ধ দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। ব্যক্তিগতভাবে যে কেউ নির্বাচন করতে পারবেন। সব প্রার্থী যাতে সমান অধিকার পান সে জন্য প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি বলেন, গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) কেন্দ্র সম্পর্কে খোঁজখবর নেয়া হচ্ছে। এসব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। পাশাপাশি এসব কেন্দ্রের দায়িত্বে যারা থাকবেন, তাদের বিশেষ ক্ষমতা দেয়া হবে।

তিনি বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে যাতে ভুলত্র“টি ও অনিয়ম না হয় সেদিকে জোর দেয়া হচ্ছে। এ জন্য এবার নির্বাচন পরিচালনাকারীদের প্রশিক্ষণের ব্যাপারটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেয়া হয়েছে। এ ছাড়া প্রার্থীরা সবাই যাতে নির্বিঘ্নে প্রচার-প্রচারণা চালাতে পারেন সে ব্যাপারেও প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে।

ইসি রফিকুল বলেন, নিয়মিত আইনশৃঙ্খলার যে বিষয়গুলো রয়েছে যেমন কারও বিরুদ্ধে মামলা থাকলে সেসব বিষয় আইনের গতিতেই চলবে।

ইভিএম ব্যবহারের ব্যাপারে তিনি বলেন, এর আগে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে যেসব মেশিন ব্যবহার করেছিলাম তা এবার বাতিল করা হয়েছে। এ নির্বাচনে আরও উন্নত ইভিএম মেশিন ব্যবহার করা হবে। তবে খুলনায় কয়টি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সেনা মোতায়েনের ব্যাপারে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের কথা ভাবছি না। সেনা মোতায়েনের কোনো সম্ভাবনাও নেই।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান, যুগ্ম সচিব মিজানুর রহমানসহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।