জয়পুরহাটের কালাই উপজেলায় দুই সন্তানকে একটি ঘরে আটকে রেখে তাদের মাকে ধর্ষণের ঘটনা ঘটেছে। পরে র্যাব অভিযুক্ত কামরুজ্জামান প্রামানিককে (৩৮) গ্রেপ্তার করে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন র্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্প অধিনায়ক মেজর মোস্তফা জামান।
গ্রেপ্তার হওয়া কামরুজ্জামান উপজেলার থল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
র্যাব ক্যাম্প অধিনায়ক মেজর মোস্তফা জানান, এক নারীর গোছলের ভিডিও গোপনে ধারণ করেন কামরুজ্জামান। পরে সেই দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তিনি ওই নারীকে কিছু দিন ধরে ধর্ষণ করছিলেন। গত শনিবার দিবাগত রাতে কামরুজ্জামান ওই নারীর বাড়িতে প্রবেশ করেন। পাশের একটি কক্ষে গৃহবধূর দুই ছেলেকে তালা দিয়ে আটকে রেখে অন্য একটি কক্ষে ভুক্তভোগী নারীকে ধর্ষণ করেন। গৃহবধূর ছেলেরা কৌশলে মুক্ত হয়ে জয়পুরহাট র্যাব ক্যাম্পে ফোন করে বিষয়টি জানায়। পরে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে অভিযুক্ত কামরুজ্জামানকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, কামরুজ্জামানের বিরুদ্ধে জয়পুরহাট জেলার কালাই থানায় মামলা করা হয়েছে। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।