রাজধানীতে হারিয়ে যাওয়া দুই শিশুর পরিচয় ও পরিবারকে খুঁজছে পুলিশ। উদ্ধারকৃতদের মধ্যে একজনের নাম মো. সাব্বির এবং অন্যজন নাম ঠিকানা কিছুই বলতে পারে না।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ জানিয়েছে, শনিবার (২৩ জুন) রাতে রিকশাচালক মো. নান্নু মিয়া ইকুরিয়া বিআরটিএ অফিসের সামনে চার বছরের সাব্বিরকে উদ্ধার করে পুলিশের কাছে সোপর্দ করেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে সাব্বির তার পিতার নাম মঞ্জু মিয়া, মা বেদানা বেগম বলে জানায়। তার গ্রামের বাড়ি বাজেতপুর বা রাজেন্দ্রপুর। তাকে নিরাপদ হেফাজতের জন্য তেজগাঁওয়ে ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়। তার গায়ের রং শ্যামল। উচ্চতা অানুমানিক ৩ ফুট ১ ইঞ্চি। তার গায়ে টিয়া ও সাদা রংয়ের গেঞ্জি এবং লাল হাফ প্যান্ট পরা ছিল।
এদিকে একই দিনে রাজিবুর রহমান নামে এক ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের মাথায় স্বাধীনতা স্মরণীর কাছ থেকে আরেক ছেলেকে উদ্ধার করে পুলিশের হেফাজতে দেয়। ছেলেটি তার পরিচয় বলতে পারে না। তার গায়ের রং শ্যামলা, উচ্চতা ৩ ফুট ৩ ইঞ্চি। পরনে টিয়া ও লাল রংয়ের হাফ শার্ট এবং লাল ছাপের লুঙ্গি ছিল।
ডিএমপি জানায়, যদি কোনো হৃদয়বান এই (ছবিতে প্রদর্শিত) শিশু দু’টিকে চেনেন বা জেনে থাকেন তাহলে তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। (ডিউটি অফিসার- মোবাইল নং ০১৭৪৫ ৭৭৪৪৮৭, টিএনটি নম্বর ০২৯১১০৮৫)।