দুই মাসে বজ্রপাতে নিহত ৭০ জন

লেখক:
প্রকাশ: ৭ years ago

গত দুই মাসে দেশে বজ্রপাতে ৭০ জন মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

বর্তমান আবহাওয়া পরিস্থিতি নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মায়া এই তথ্য জানান।

মায়া জানান, বজ্রপাতে গত ২৯ ও ৩০ এপ্রিল এই দুদিনে ২৯ জনসহ পুরো এপ্রিলে ৫৮ জন এবং মার্চে ১২ জন নিহত হয়েছে। মন্ত্রী বলেন, ‘আমি দেশের লোকজনকে আশ্বস্ত করতে চাই, সরকার ব্রজপাত ও কালবৈশাখী ঝড়সহ আবহাওয়া পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ করছে।’ তিনি সবাইকে বাড়ির বাইরে যাওয়ার আগে আবহাওয়া দেখে বের হতে বলেন।