বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী দোলন দাস (১৬) গত ২৭ ফেব্রুয়ারি নিখোঁজ হয়।
নিখোঁজ হওয়ার দুই মাস অতিবাহিত হলেও তার সন্ধান পায়নি পুলিশ। স্কুলছাত্রী দোলন উপজেলার উত্তর কান্ডপাশা গ্রামের সমীর কুমার দাসের কন্যা। নিখোঁজের ঘটনায় গৌরনদী মডেল থানায় জিডি করেন স্কুলছাত্রীর বাবা।
জিডিতে উল্লেখ করা হয়, ওই দিন সন্ধ্যায় স্কুলছাত্রী দোলন দাস ঘর থেকে বাহির হলে গভীর রাতে ফিরে না আসায় অভিভাবকরা খোঁজাখুঁজি করেন।
কোথাও তাকে খুঁজে না পাওয়ায় বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজখবর নেন। তাতেও সন্ধান না পাওয়ায় ২ মার্চ গৌরনদী মডেল থানায় জিডি করা হয়।
স্কুলছাত্রীর বাবা সমীর কুমার দাস অভিযোগ করেন, বার বার থানায় গিয়েও গত দুই মাসে পুলিশ নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধার করতে পারেনি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com