নবণী আর রাতশ্রী দুজন বেস্ট ফ্রেন্ড। দুজনের সম্পর্ক বেশ ভালো যেনো একজনকে ছাড়া আরেকজন চলতেই পারে না। সবকিছুতেই তাদের আহ্লাদের যেনো শেষ নেই। দুজনার পছন্দটাও একরকম এবং দুজনই প্রায় একই মেন্টালিটির। একদিন তারা একটি রিসোর্টে ঘুরতে যায় আর সেখানেই বাঁধে বিপত্তি। সেখানে সূফি আনিস নামের এক শিল্পীর প্রেমে পড়ে যায় দুই বান্ধবী। এমনই এক সাসপেন্স ভিত্তিক একটি গল্পে নির্মিত হয়েছে ঈদের বিশেষ একটি নাটক ‘অন্তরমিল’। দুই বেস্ট ফ্রেন্ডের চরিত্রে অভিনয় করেছেন ঊর্মিলা শ্রাবন্তী এবং স্নিগ্ধা আর সূফি চরিত্রে রয়েছেন ছোট পর্দার প্রিয় মুখ শাহেদ শরীফ।
গেলো কিছুদিন আগেই হঠাৎ শুটিংয়ে অসুস্হ হয়ে বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন অভিনয় শিল্পী সংঘের নেত্রী ও অভিনেত্রী ঊর্মিলা। সুস্থ হয়ে আবারো কাজে নিয়মিত হয়েছেন। তিনি বলেন, ‘এখন অনেকটা সুস্থ আছি। কাজে মনযোগ দিয়েছি আবারো। আর এই নাটকের গল্পটা বেশ সুন্দর। দুইজন বেস্ট ফ্রেন্ডের অনেক সুন্দর একটা গল্প নিয়ে কাজ করেছি। আশা করছি দর্শকরা উপভোগ করবেন।’
শ্রাবণী ফেরদৌস বলেন, ‘অনেক সুন্দর একটা কাজ করেছি। ঊর্মিলার সাথে এটা প্রথম কাজ,সে ভীষণ কোঅপারেটিভ। আর শাহেদ ভাইকে অনেকদিন পর দর্শকরা নতুন একটি চরিত্রে দেখতে পাবেন। স্নিগ্ধা ও বেশ ভালো কাজ করেছে,শতভাগ এফোর্ট দিয়ে কাজ করে। সবকিছু মিলিয়ে বলবো সুন্দর একটা কাজ হয়েছে। আর শেষে দর্শকদের জন্য টুইস্ট রয়েছে যা এখনই বলতে চাচ্ছি না।’
শ্রাবণী ফেরদৌসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শুভ্র খান। এ নাটকে আরো অভিনয়ে আহমেদ নেওয়াজ, রাখি, বাপ্পী, জেনিফার, তারেক প্রমুখ হবে। আসছে ঈদে কোনো একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচার হবে।