দুই পরিদর্শক পেল হাতিরঝিল থানা

লেখক:
প্রকাশ: ৭ years ago

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবসৃষ্ট হাতিরঝিল থানায় অফিসার ইনচার্জ (ওসি) ও অপারেশন অফিসার নিয়োগ করা হয়েছে।

ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক আদেশে গোয়েন্দা ও অপরাধতথ্য (পশ্চিম) বিভাগে কর্মরত পুলিশ পরিদর্শক আবু মো. ফজলুল করিমকে হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ ও লাইনওআর থেকে পুলিশ পরিদর্শক এসকে খোদা নেওয়াজকে একই থানার পুলিশ পরিদর্শক অপারেশন হিসেবে বদলি করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত বছরের ২০ নভেম্বর প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) সভায় রাজধানীতে হাতিরঝিল নামে একটি থানা গঠনের প্রস্তাব অনুমোদন পায়।

ওই প্রস্তাবে ঢাকা মহানগর পুলিশের আওতাধীন হাতিরঝিল সমন্বিত উন্নয়ন শীর্ষক প্রকল্প এলাকায় হাতিরঝিল থানা স্থাপন এবং এর কার্যক্রম পরিচালনার জন্য ৭১টি পদ সৃজন করা হয়।