দুই দিনের সফরে বরিশাল আসছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার।
সড়ক পথে আজ শনিবার সন্ধ্যায় বরিশাল এসে সাকির্ট হাউজে অবস্থান করবেন তিনি। পর দিন রবিবার সকাল ৯ টায় নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকায় বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় পরিদর্শন শেষে সকাল ১০ বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিয়ম করবেন তিনি।
এরপর বেলা ১২ টায় সিভিল সার্জন কার্যালয় এবং বিকেল ৩ টায় বরিশার শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চলমান বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার।
পর দিন সোমবার সকাল ৯ টায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র পরির্দশন, সকাল সাড়ে ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় এবং বেলা ১২ টায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরির্দশন করবেন তিনি।
বিকেলে সড়ক পথে গোপালগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবেন। সেখানে এসেনসিয়াল ড্রাগসের একটি নির্মানাধিন কারখানা তৃতীয় শাখা পরিদর্শন করবেন। পরে ঢাকার উদ্দেশ্যে বরিশাল ত্যাগ করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com