 
                                            
                                                                                            
                                        
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক (এডি) ফাহমিনা আক্তার ও মাগফুর রহমান করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এছাড়াও অধিদফতরের আরও দুই অফিস সহায়ক প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুন) অধিদফতরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল
জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ফাহমিনা আক্তার ও মাগফুর রহমানের করোনার উপসর্গ দেখা দিলে পরীক্ষা করানো হয়। বৃহস্পতিবার পরীক্ষার ফলাফলে তাদের দু’জনের কোভিড-১৯ পজিটিভ এসেছে। অধিদফতরের দুই অফিস সহায়ক সাইফুল ইসলাম এবং প্রধান কার্যালয়ের আল-আমিনও কোভিড-১৯ পজিটিভ হয়েছেন।
এদিকে অধিদফতর সূত্রে জানা গেছে, গত ১৩ মে মহামারি করোনায় ভোক্তা অধিদফতরে প্রথম আক্রান্ত হন আলোচিত কর্মকর্তা মনজুর মোহাম্মদ শাহরিয়ার। এরপর ১৮ মে অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বাবলু কুমার সাহাসহ আরও তিন কর্মকর্তা ও একজন গাড়ি চালক করোনায় আক্রান্ত হন। পরবর্তীতে অফিস সহকারী ও গাড়িচালকসহ মোট ১৫ জন আক্রান্ত হয়েছিলেন। তবে ইতিমধ্যে তারা সবাই প্রাণঘাতী করোনাকে জয় করেছেন।
জানা গেছে, দেশে মহামারি করোনাভাইরাসের চলাকালীন সময়েও স্বাস্থ্যঝুঁকি নিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে প্রতিদিন মাঠে অভিযান চালাচ্ছেন ভোক্তা অধিদফতরের কর্মকর্তারা।