দুঃখ চোরের বাংলা কবিতা স্বপ্ন -২৮

লেখক:
প্রকাশ: ৬ years ago

স্বপ্ন -২৮

মোঃ ওবায়দুল হক

মনের ঘরে একলা ছাদে
তোমায় নিমন্ত্রণ ,
মাদকতায় হারিয়ে গেলে
করো নিয়ন্ত্রণ ।
.
সুনয়না এলোকেশী
ডগায় কচি ফুল,
যত দেখি ততোই বাড়ে
মনে কৌতূহল !
.
ও দু’চোখে বিশালতায়
নাবিক যদি চাও ,
মৌবনের আড্ডাখানায়
আমায় নিয়ে যাও ।
.
কথা দিলেম শিশির হব
আলতা রাঙা পায় ,
কলংকসব মেখে নিবো
বিন্দু ঘামে গায় ।
.
পঞ্চআঙ্গুল ভাজে ভাজে
আঙ্গুল মিলন ঘেষে,
তৃপ্ত হয়ে আঁকড়ে নিবো
ঝিনুক মুখে বসে ।
.
পরাগ পল্লী আগুন ফুলকি
ঠোঁট যেন কাঁশফুল,
বুকের ভাজে নিঃশ্বাস দিও
হোক না যতো ভুল ।

১১/৬/২০১৮ খ্রিঃ

লেখকঃ মোঃ ওবায়দুল হক