_________________________
আমি পোড়া কাঠ, ভাঙা কলসি মুখ
কেন তাকাও আমার দিকে ,
যন্ত্রণাময় জীবনপথে
কি লাভ বলো পা বাড়িয়ে
করুণা ভরে !
মনের গায়ে মেঘের জামা
যে কলঙ্ক সুতোয় গেঁথে নিয়েছি
খুলবো কেমন করে,
তুমি জেগে ওঠো বালিকা
থেকো না আবেগঘোরে ।
সোনালি আলোয় ভোর
জোছনা মাখা রাত
তোমায় আলোকিত করুক
এসো না মেঘের দেশে ।
বৃষ্টিবিলাশ সকলের প্রিয়
তবে তা জানালাধারে ,
সবাই মাখেনা গায়ে
তুমিও নাহয় তাদেরি মতো
ভালোবেসে যেও !
খন্ডবুকের খাঁদে পা দিওনা
আটকে যাবে,
আহত প্রেমের ফাঁদে ,
পারবোনা শেষে ফিরিয়ে দিতে
রুপে-রসে ভরা অজানা পৃথিবীকে ।
১৩/৬/২০১৮