দুঃখ চোরের কবিতা দুলছি

:
: ৪ years ago

দুলছি 🌿🔥

দুঃখ চোর

_________

অবিরাম অশ্রুবন্যায়
তীরহারা ঢেউয়ে হেলেদুলে চলা
ছোট্ট কচুরিপানা আর একলা নেই,
তোমার ফেলে দেয়া স্মৃতিগুলো
আপন করে অন্ধ হয়ে
অচেনা গন্তব্যে চলছি ।
বিশাল আকাশ নাকি পিছুই ছাড়বে না
সুযোগ পেলেই দুঃখ ভোলাবে;
সোহাগে-আদরে সিক্ত হচ্ছি প্রতিনিয়ত,
শুনেছি কারো আঘাতপ্রাপ্তি পুষিয়ে দিতে
প্রকৃতির এ আয়োজন,
চাঁদ তারাদের লুকোচুরি খেলা
পুরোটাজুড়েই আমাদের প্রতিচ্ছবি,
চাঁদনী আলো ছায়ায় কিংবা
রোদের আবরণে হন্যে হয়ে খোঁজায় তোমাকে।
কখনো যদি সময় হয়,
শূন্য বুকের উষ্ণতা নিয়ে
প্রেমের প্রদীপ জ্বালিয়ে দেখে নিও
অথৈ জল,বুকে দাউদাউ জ্বলা
আগুনের লেলিহান দাবালন দাবাতে পারেনি ,
অতৃপ্ত দহনে দুলছি আজও!

২৭/৬/২০২০