দীর্ঘ নয় মাস পর বিএমপি’র মাস্টার প্যারেড অনুষ্ঠিত

:
: ৩ years ago

করোনা প্রাদুর্ভাবের কারণে দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় স্বাস্থ্যবিধি মেনে নগরীর জেলা পুলিশ লাইন্স মাঠে এই মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এসময় বিএমপি’র সহকারী কমিশনার (ফোর্স) মো. মাসুদ রানার নেতৃত্বাধীন মাস্টার প্যারেডে অনুশীলন, শৃঙ্খলা, ইউনিফর্ম পরিধানসহ নানা বিষয় প্রত্যক্ষ এবং সালাম গ্রহণ করেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। মাস্টার প্যারেডে সভাপতিত্ব করেন বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

 

এসময় তিনি বলেন, ‘নিজেদের স্মার্ট পুলিশ হিসেবে গড়ে তুলতে নিয়মিত প্যারেড অনুশীলনের বিকল্প নেই। বরিশাল মেট্রোপলিটন পুলিশ অন্যায়ের বিপক্ষে দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করার মাধ্যমে কয়েক ধাপ এগিয়ে আছে। এই অবস্থা ধরে রাখতে হবে।

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএমপি সদর দপ্তরে উপ-পুলিশ কমিশনারের দায়িত্বে থাকা পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহ্, দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোকতার হোসেন, ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার জাকির হোসেন মজুমদার, উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. খাইরুল আলম, উপ-পুলিশ কমিশনার খান মুহাম্মদ আবু নাসের, গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মনজুর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুনা লায়লা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলুল করীম প্রমুখ।

 

জানাগেছে, ‘সবশেষ গত বছরের ৮ মার্চ বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্যারেড অনুষ্ঠিত হয়। পরবর্তীতে মহামারি করোনা ভাইরাসের কারণে মাস্টার প্যারেড বন্ধ ছিল। বর্তমান করোনা মহামারির মধ্যেই টানা নয় মাস পরে পুনরায় মাস্টার প্যারেড শুরু করেছে বিএমপি।