২৬তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ৫২তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর আগামী মার্চে তিন দেশের মোট ছয়টি উৎসবে ‘পায়ের তলায় মাটি নাই’ সিনেমাটি প্রদর্শিত হবে। এই সিনেমায় অভিনয় করছে সদ্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী দীপান্বিতা মার্টিন।
পরিচালক মোহাম্মদ রাব্বি মৃধা বলেন, ‘মার্চে জাপানের ওসাকা এশিয়ান চলচ্চিত্র উৎসব, ভারতের ব্যাঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, পুনে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ওরেঞ্জ সিটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, লাতুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে আমার সিনেমা ‘পায়ের তলায় মাটি নাই’।
সিনেমাটির প্রযোজক আবু শাহেদ ইমন বলেন, এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব মনে করা হয় জাপানের ‘ওসাকা এশিয়ান চলচ্চিত্র উৎসব’কে। ১০ মার্চ থেকে শুরু হয়ে উৎসবটি চলবে ২০ মার্চ পর্যন্ত। এ বছর ‘স্পটলাইট’ বিভাগে মনোনীত হয়েছে ‘পায়ের তলায় মাটি নাই’। একই উৎসবের প্রতিযোগিতা বিভাগে এ বছর মনোনীত হয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’।
অন্যদিকে কর্ণাটক সরকার আয়োজিত ব্যাঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এ বছরই আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে প্রযোজকদের আন্তর্জাতিক সংস্থা ‘ফিয়াপ’ থেকে। ১৩তম উৎসবটি তাই একটু গুরুত্বের সঙ্গেই দেখছেন ‘পায়ের তলায় মাটি নাই’র প্রযোজক। উৎসবে ‘এশিয়ান’ সিনেমা বিভাগে প্রতিযোগিতা করছে মোট ১৪টি সিনেমা। বাংলাদেশ ছাড়াও ইরান, ইসরায়েল, ভারত, জাপান ও ফিলিপাইনের ছবি আছে তালিকায়। উৎসব চলবে ৩ থেকে ১০ মার্চ পর্যন্ত।
দীপান্বিতা অভিনীত ‘পায়ের তলায় মাটি নাই’ সিনেমা তিন দেশের ছয় উৎসবে
একইদিন শুরু হবে পুনে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২০তম আসর। এ উৎসবে ‘গ্লোবাল সিনেমা’ বিভাগে দেখানো হবে ‘পায়ের তলায় মাটি নাই’। উৎসবে এই সিনেমার মোট চারটি প্রদর্শনী রয়েছে। তার মধ্যে পুনের মূল উৎসবে দুটি। অন্য দুটি প্রদর্শনীর একটি হবে পুনে চলচ্চিত্র উৎসবের অধীনস্থ ‘ষষ্ঠ অরেঞ্জ সিটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এবং অন্যটি লাতুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
নেপাল চলচ্চিত্র ও সাংস্কৃতিক একাডেমি এবং নেপাল সরকারের চলচ্চিত্র উন্নয়ন বোর্ডের যৌথ আয়োজনে মার্চের ২৪ তারিখে বসছে ‘নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’র ৫ম আসর। উৎসব চলবে ২৮ মার্চ পর্যন্ত। এবারের আসরে মোট ১৮টি পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র নির্বাচিত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ থেকে একমাত্র চলচ্চিত্র হিসেবে রয়েছে ‘পায়ের তলায় মাটি নাই’।
অভিনেত্রী দীপান্বিতা মার্টিন ছাড়াও ‘পায়ের তলায় মাটি নাই’ সিনেমায় আরও অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, প্রিয়াম অর্চিসহ এক ঝাঁক প্রতিভাবান শিল্পী ও কলাকুশলী।