কবি দিপেশ দাসের “প্রেমের গন্ধ”

লেখক:
প্রকাশ: ৪ years ago

প্রেমের গন্ধ
——দিপেশ দাস
তারিখ – ২০/০২/২১ ইং
প্রেমের গন্ধ মাখিয়ে তুই
সারা দেহ জুড়ে,
পাখির নীড়ে বসে ডাকিস
ভিন্ন রকম সুরে।
হাওয়ায় ভাসে প্রেমের ঘুড়ি
সঙ্গে নিয়ে স্মৃতি,
সুতো নিজেই কেটে দিয়ে
করলে সুখের ইতি।
চমক নিয়ে এসেছিলে
প্রেমিকা তুই জয়ে,
ভুলের কাদা মেখে গেলে
জলের সহিত বয়ে।
আজো ভোরে আলোর মাঝে
ফেলি নিজো দৃষ্টি,
প্রেমের স্বর্গ আমার নয়তো
বিধাতারি সৃষ্টি।
ঝলমল করে শিশির কণা
যদি মিশে আলো,
মনের সাথে মনের মিলন
তবেই নাকি ভালো।
প্রেমের গন্ধ মধুর তুল্য
স্বর্গের সম পাওয়া,
ব্যর্থ জীবন বিষের জ্বালা
নিজের ক্ষতি চাওয়া।
সুখের আশে প্রেমো গন্ধে
মন চলেছে ধেয়ে,
ভুলের মাশুল গুনে চলি
আকাশ পানে চেয়ে।
কবি পরিচিতি –
দিপেশ দাস ,
ভারত , ত্রিপুরা, ধলাই জেলা, গ্রাম- পশ্চিম মাছলী , থানা- মনুঘাট , পোস্ট- মাছলী বাজার, ৭৯৯২৭৫
পেশা -সরকারী নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক।
শিক্ষা – ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে স্নাতক ফাস্ট ক্লাস পাশ।
ডিপ্লোমা ইন ইলেমেন্টারী এডুকেশন প্রশিক্ষণ প্রাপ্ত।
বর্তমান যুগে বাংলা সাহিত্যের অগ্রগতির লক্ষ্যে কলম চলছে। ভিন্ন যৌথ গ্রন্থে, সোস্যাল মিডিয়া ও ওয়েবসাইটে লেখা প্রকাশ করা হচ্ছে ।মাতৃভাষাকে বিশ্বের সেরা শক্তিশালী ভাষা করার লক্ষ্যে ভিন্ন সাহিত্যিকদের সঙ্গে কলম চালিত হচ্ছে একযোগে ।