জেলাভিত্তিক আঞ্চলিক ইজতেমার অংশ হিসেবে আগামী ৩০ নভেম্বর দিনাজপুরের গোর-এ শহীদ বড় ময়দানে ৩ দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু হবে। আয়োজকরা প্রায় অর্ধলক্ষাধিক মানুষের সমাগমের আশা প্রকাশ করেন।
ঐতিহাসিক গোর-এ শহীদ বড় ময়দানে আয়োজিত ইজতেমা ৩০ নভেম্বর শুরু হয়ে ২ ডিসেম্বর আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে।
দিনাজপুর জেলার সব উপজেলার ধর্মপ্রাণ মুসলমানদের নিয়ে এ ইজতেমার আয়োজন করা হয়েছে। তাছাড়া পাশ্ববর্তী জেলা-উপজেলার অনেক ধর্মপ্রাণ ব্যক্তিরাও এ ইজতেমায় অংশ গ্রহণ করবে।
গোর-এ শহীদ বড় ময়দানে ইজতেমা উপলক্ষে ইতোমধ্যে প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়েছে। বিশুদ্ধ পানি সরবরাহে ৩০টি নলকূপ, ৪০০ টয়লেট, অস্থায়ী বিদ্যুৎ ব্যবস্থা, রান্নার জন্য আলাদা ব্যবস্থা এবং নিরাপত্তায় থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর যথাযথ তদারকি।
এ ইজতেমায় বিদেশী মেহমানরাও অংশগ্রহণ করবে। তাদের থাকার জন্য আলাদা ব্যবস্থাও থাকবে ময়দানে। কাকরাইলের মুরব্বীরা ছাড়াও জেলার মুরব্বীরা এ ইজতেমায় বিভিন্ন ধর্মীয় বিষয়ে বয়ান পেশ করবেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com