পচেফস্ট্রুম টেস্টে শেষ পর্যন্ত বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে গেছে ৩২০ রানে। স্বাগতিক দক্ষিণ আফ্রিকানরা তাদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ৫৪ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছে।
ফলে শনিবারের (৩০ সেপ্টেম্বর) খেলা শেষে ২৩০ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে সংগ্রহ করেছিল ৩ উইকেট হারিয়ে ৪৯৬ রান।
আগের দিনের করা ৩ উইকেটে ১২৭ রানের সংগ্রহ নিয়ে শনিবার ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দলের সংগ্রহে আরও ৩১ রান যোগ হওয়ার পর আউট হয়ে যান তামিম ইকবাল, ব্যক্তিগত ৩৯ রানে।সেখান থেকে মুমিনুল হক ও মাহমুদউল্লাহ রিয়াদ দলের সংগ্রহ বাড়িয়ে নেন ২২৭ রানে।
এরপর ব্যক্তিগত ৭৭ রানে দক্ষিণ আফ্রিকান স্পিনার কেশব মহারাজের শিকারে পরিণত হন। তিনি আউট হওয়ার পর জুটি বাধেন মাহমুদউল্লাহ ও সাব্বির রহমান। এ জুটিতে ৬৫ রান জমা পড়ার পর আউট হয়ে যান ৩০ রান করা সাব্বির। এর ১২ রান পরেই ব্যক্তিগত ৬৬ রানে সাজঘরের পথ ধরেন মাহমুদউল্লাহ।
পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৩২০ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন কেশব মহারাজ।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে অবশ্য বাংলাদেশের পেসারদের তোপের মুখে পড়েছে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানরা। দলীয় ৩০ রানে শফিউল ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান আগের ইনিংসে ১ রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করা ডিন অ্যালগার। দলীয় ৩৮ রানে মুস্তাফিজুর রহমানের বলে কট বিহাউন্ড হন স্বাগতিকদের আরেক ওপেনার এইডেন মারক্রাম।
শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ৫৪ রানের সংগ্রহ নিয়ে দিন শেষ করে দক্ষিণ আফ্রিকা।