নারী লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়ে ঘরোয়া দাবায় নতুন ইতিহাস করেছে বাংলাদেশ নৌবাহিনী। এক রাউন্ড হাতে রেখেই মুজিববর্ষ প্রথম নারী দাবা লিগের শিরোপা জিতে নিয়েছে এই প্রতিষ্ঠানটি।
নৌবাহিনী ৮ খেলার সবগুলো জিতে পূর্ণ ১৬ পয়েন্ট পেয়ে এ কৃতিত্ব দেখিয়েছে। ১৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশ পুলিশ দ্বিতীয়, ১২ পয়েন্ট নিয়ে তিতাস ক্লাব তৃতীয় এবং ১১ পয়েন্ট নিয়ে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ চতুর্থ স্থানে রয়েছে।
বুধবার অষ্টম রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনী ৩-১ গেম পয়েন্টে বসির মেমেরিয়াল চেস ক্লাবকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে। বাংলাদেশ পুলিশ এ রাউন্ডে ৪-০ গেম পয়েন্টে সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাবকে, তিতাস ক্লাব ৩-১ গেম পয়েন্টে শাহিন চেস ক্লাবকে, রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ ৪-০ গেম পয়েন্টে সুলতানা কামাল স্মৃতি পাঠাগারকে, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব ৩-১ গেম পয়েন্টে শেখ রাসেল চেস ক্লাবকে পরাজিত করেছে।
বৃহস্পতিবার নবম ও শেষ রাউন্ডের খেলা হবে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও অন্যান্য দলকে পুরস্কার প্রদান করা হবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com