দাগনভূঞয়ায় নেশাগ্রস্থ ছেলেকে ধরিয়ে দিলেন বাবা, জেল দিলেন এসিল্যান্ড।

:
: ৫ years ago

আজ ৩০ ডিসেম্বর দাগনভূঞা উপজেলার চন্দ্রপুর গ্রামের নিবাসী আব্দুল মালেক এর তথ্যমত তার ছেলে আব্দুস সাত্তার(২৮) কে স্থানীয় চাল পুকুর পাড় নামক স্থানে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে ধরেন দাগনভূঞা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী ।এসময় তার কাছে ১০ গ্রাম পরিমান গাজা পাওয়া যায়, অভিযানে সার্বিক সহযোগীতা করে দাগনভূঞয়া থানা পুলিশ এর এএসআই নিক্কন চাকমাসহ অন্যান্য পুলিশ সদস্য।

পরে এসিল্যান্ড আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ মোতাবেক ৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।।

 

এবিষয়ে আসামীর পিতা আব্দুল মালেক এর কাছে জানতে চাইলে তিনি জানান তিনি কৃষি কাজ করেন, যায়গা জমি বিক্রি করে ছেলে আব্দুস সাত্তার বিদেশে পাঠিয়েছিলেন উপার্জনের জন্য, বছর চারেক আগে সে দেশে ফিরে আসে, দেশে ফিরে মদ গাজা ইয়াবার নেশায় মত্ত হয়ে যায়, মাদকের টাকার জন্য বিভিন্ন সময় ঘরের জিনিসপত্র চুরি, টাকা চুরি করে তার জীবনকে দূর্বিসহ করে ফেলেছিল, সে শুুধু নিজেই মাদক গ্রহন করত তা নয়, বরঞ্চ মাদক সংগ্রহ করে বিক্রিও করত। এসিল্যান্ড মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন আব্দুল মালেক পিতা এবং সমাজের একজন মানুষ হিসেবে সঠিক দায়ীত্বই পালন করেছেন। সমাজের অপরাধ কমিয়ে আনার জন্য আমাদের সবাইকে যারযার যায়গায় সচেষ্ট হতে হবে।