পাপ্পু সাহা:- “আমেরিকান সরকারের আন্তজার্তিকউন্নয়নসংস্থা (ইউএসএআইডি) এরফুড ফর
পিস (টাইটেল-২) খাদ্য সহায়তা কার্যক্রমের অর্থায়নে‘নবযাত্রা’একটি পাঁচবছর
মেয়াদী প্রকল্প; যা ২০১৫ সালের সেপ্টেম্বওে শুরু হয়েছে এবং ২০২০ সালের সেপ্টেম্বরে শেষ
হবে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর নেতৃত্বে নবযাত্রা প্রকল্প অংশীদারিত্বেও ভিত্তিতে ওয়ার্ল্ড
ফুড প্রোগ্রাম, উননরক ইন্টারন্যাশনাল এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রণালয়ের সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।
প্রকল্পটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ ও শ্যামনগর এবং খুলনা জেলার
দাকোপ ও কয়রা উপজেলার ৮,৫৬,১১৬ জনউপকারভোগীরজন্য বাস্তবায়িত হচ্ছে। স্থানীয়
বেসরকারিসংস্থা (এনজিও)সুশীলন নবযাত্রা কর্মসূচীর সুশাসন, জেন্ডার, এবং
গ্র্যাজুয়েশন কার্যক্রমের সঞ্চয়ী দল সম্পর্কিত কার্যাবলী বাস্তবায়ন করছে। অদ্য ইংরেজী
০৯/১২/১৯ তারিখ রোজ সোমবার সকাল ১০.১০ ঘটিকার সময় দাকোপ উপজেলায়
আনÍর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস -২০১৯ উপলক্ষে র্যালি
ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানটি আয়োজন করেন উপজেলা প্রশাসন ও
মহিলা বিষয়ক অধিদপ্তর, সহযোগীতায় ইউএসএআইডি অর্থায়নে নবযাত্রা প্রকল্প। উক্ত
সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুল ওয়াদুদ , উপজেলা নির্বাহী অফিসার দাকোপ,
খুলনা এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকতাগন, সাংবাদিক ও সুশীল সমাজ সভায়
উপস্থিত ছিলেন । উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন নবযাত্রা প্রকল্পের ফিল্ড অফিস ম্যানেজার
জনাব মো. মাহাবুবর রহমান, জেন্ডার অফিসার নাসরিন মনোয়ারা, টিও-জেন্ডার শুক্লা
গোলদার ও অর্গানাইজারগন। সুরাইয়া সিদ্দিকা এর উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য
রাখেন শচীন মন্ডল, সভাপতি, প্রেস ক্লাব, দাকোপ, খুলনা।
তিনি বলেন , আমাদের প্রত্যেকে জয়িতা হিসেবে নিজেকে তৈরী করতে হবে এবং দেশের ও সমাজের উন্নয়ন
অংশগ্যহন করতে হবে। উক্ত অনুষ্ঠানে চারজন নারীকে তাদের সফলতার জন্য সম্মাননা দেওয়া
হয় । সভাপতি বলেন নারীরা কিভাবে পথ চলবে? কিভাবে পুরুষের সাথে তাল মিলিয়ে চলবে?
এ সমস্ত জ্ঞান তিনি নারীদেরকে দেন এবং তাদেরকে ঘরে বসে না থাকার অনুপ্রেরনা
প্রদান করেন । আজ তারই অনুপ্রেরনায় নারীরা বিভিন্ন কার্যক্রমের সাথে জরিত
হচ্ছেন।ক্রেষ্ট বিতরনের মাধ্যমে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্ত ঘোষনা
করেন।