প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৫:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২২, ৩:২৬ পূর্বাহ্ণ
দাকোপ উপজেলাকে মাদক মুক্ত করবো।
পাপ্পু সাহা, দাকোপ, খুলনাঃ- দাকোপে ২৬ জুলাই মঙ্গলবার বেলা ১১ টায় দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মাকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত।
উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকার সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন থানা পুলিশের অফিসার ইনচার্জ উজ্জল কুমার দত্ত, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার উপ পরিচালক মোঃ মিজানুর রহমান, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, দাকোপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, শেখ যুবরাজ, মানস কুমার রায়, সুদেব রায়, শেখ সাব্বির আহম্মেদ, চালনা এম এম কলেজের অধ্যক্ষ অসীম কুমার থান্দার, চালনা পৌর কাউন্সিলর রোস্তম আলী খান। সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের প্রধানগণ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম,পুরোহিত বৃন্দ। সভায় উপস্থিত নেতৃবৃন্দ আগামী ২ মাসের মধ্যে দাকোপ উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাস ও থানা পুলিশের অফিসার ইনচার্জ উজ্জল দত্তের নেতৃত্বে জনপ্রতিনিধি, গণমাধ্যমের নেতৃবৃন্দ, সুশীল সমাজের সর্বস্তরের জনসাধারণদেরকে সাথে নিয়ে মাদক মুক্ত দাকোপ গড়ার প্রত্যায় ব্যক্ত করেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
@Earthtimes24.com