পাপ্পু সাহা, দাকোপ, খুলনাঃ-
মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা’ এই প্রতিপাদ্যকে
সামনে রেখে দাকোপে ৭১তম মানবাধিকার দিবস ২০১৯ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে দাকোপ উপজেলা সার্চ মানবাধিকার সোসাইটি এর আয়োজনে দাকোপের চালনা বাজারের নিজস্ব অফিস থেকে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী চালনা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্চ মানবাধিকারের নিজস্ব কার্য্যলয়ে এসে শেষ হয়।
পরে দিবসটি উপলক্ষে মানবাধিকারের নিজস্ব কার্য্যলয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সার্চ মানবাধিকার সোসাইটি দাকোপ কমিটির সভাপতি স্বপন কুমার মন্ডল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সার্চ মানবাধিকার সোসাইটি দাকোপ কমিটির সভাপতি স্বপন কুমার মন্ডল, সাধারণ সম্পাদক রায়হান শেখ, সহ সভাপতি এস এম আল ইমরান, মেহেদি হাসান, আরাফাত আজাদ ,যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল কাজী, রাসেল গাজী( আবদার), সাংগঠনিক সম্পাদক ফয়সাল শেখ, অন্যান্য রাজু শেখ, আহম্মাদউল্লাহ শেখ, ভবোসিন্ধু মন্ডল, কমল বাছাড়, তুহিন রায়, সুজিত রায়, সন্জু সরদার, ফিরোজ গাজী, আজিজুর রহমান, বিক্রম রায়, জামিল শেখ, তুহিন ঢালি, আগ্নিক সেন (দীপ্ত), মানিক, সুমন এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।