দাকোপে সাইক্লোন মোকাবেলায় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে

লেখক:
প্রকাশ: ৫ years ago

দীপক রায়, দাকোপ(খুলনা): ধেয়ে আসছে সুপার সাইক্লোন
আম্ফান। এই সাইক্লোনের ক্ষয়ক্ষতি কমানোর উদ্দেশ্যে আজ সকাল
১০টায় উপজেলা পরষিদ মিলনায়তনে উপজেলা পরিষদ চেয়ারম্যান
মুনসুর আলী খানের সভাপতিত্তে এক জরুরী প্রস্তুতি সভা
অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী
কর্মকর্তা মোঃ আঃ ওয়াদুদ, চালনা পৌর মেয়র সনৎ কুমার
বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড় ও
খাদিজা আক্তার, উপজেলা সকল কর্মকর্তা এবং ৯ ইউনিয়নের
চেয়ারম্যানবৃন্দ, সভার সিন্ধান্ত মোতাবেক উপজেলাতে নিয়ন্ত্রণ
কক্ষ খোলা হয়েছে।

১০৮ টি সাইক্লোন সেল্টার এবং সকল
প্রাথমিক ও হাইস্কুলের ভবন খুলে দেওয়া হয়েছে দূর্গতদের
আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যাহার করার জন্য। প্রতিটি কেন্দ্রের জন্য
খাদ্য ইফতারি এবং সেহেরির নগদ অর্থ প্রতি ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যানদের হাতে তুলে দেওয়া হয়েছে। উপজেলা সদরসহ ৯ টি
ইউনিয়নে সিপিপি’র সদস্যরা মাইকিং করছে। উপজেলা
নির্বাহী কর্মকর্তা বলেন, সুপার সাইক্লোন আম্ফানের
আঘাত থেকে দাকোপের মানুষের জানমালের নিরাপত্তার জন্য
সাধ্যমত চেষ্টা করা হচ্ছে।
বিশেষ সূত্রে জানা যায় খুলনার জেলা প্রশাসক মোঃ হেলাল
হোসেন আজ সকালে পানখালী ও চালনা এলাকা পরিদর্শন করেন।