দাকোপে ন্যাশনাল প্রেস সোসাইটির সভাপতি ডাঃ নাসির উদ্দীন ও সাধারন সম্পাদক আগস্টিন বাছাড়

লেখক:
প্রকাশ: ৬ years ago

পাপ্পু সাহা, দাকোপ, খুলনাঃ খুলনা জেলাধীন দাকোপ উপজেলায়  ১৭-০৫-১৯ইং রোজ শুক্রবার বিকাল ৫টায় সংস্থার চেয়ারম্যান ও সম্পাদক জনাব, মাহবুবুল ইসলামের নির্দেশনা মোতাবেক সংস্থার খুলনা বিভাগীয় কো-অর্ডিনেটর ডাঃ মিজানুর রহমানের সভাপতিত্বে, দৈনিক সংযোগ বাংলাদেশ পত্রিকার দাকোপ প্রতিনিধি সাংবাদিক উজ্জ্বল মন্ডলের উপস্থাপনায় ন্যাশনাল প্রেস সোসাইটি, (NPS) গনমাধ্যম ও মানবাধিকার Government. Reg.No-S-7006 এর দাকোপ উপজেলা পুর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।
উক্ত কমিটির সকল সদস্যদের মতামতের ভিত্তিত্বে সভাপতি ডাঃ নাসির উদ্দিন, ও সাধারন সম্পদক অনলাইন BBC সাতক্ষীরা দাকোপ প্রতিনিধি সাংবাদিক আগস্টিন বাছাড় কে নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়, উক্ত কমিটির সিনিয়র সহ -সভাপতি পদে সাংবাদিক তবিয়াজ সরকার, সহ-সভাপতি তুহিন রহমান, সহ-সাধারন সম্পাদক রিচার্ড পিন্টু পাড়ই, সাংগঠনিক সম্পাদক আলামিন হাওলাদার, সহ-সাংগঠনিক সম্পাদক পদে সাংবাদিক পাপ্পু সাহা, মানবাধিকার উন্নয়ন সচিব শেখ আরিফুজ্জামান, মহিলা সম্পাদিকা মোসাঃ লুৎফা ব্যাপারী, অর্থ বিষয়ক সম্পাদক সাংবাদিক উজ্জল মন্ডল, প্রচার সম্পাদক অনিক চক্রবর্তী, শিক্ষা বিষয়ক সম্পাদক জুয়েল অধিকারী, সাংস্কৃতিক সম্পাদক শান্ত রায় আইন বিষয়ক সম্পাদক সুদিপ্ত বীর, মহিলা তদন্ত কর্মকর্তা কবিতা রানী, দপ্তর সম্পাদক চয়ন জোয়াদ্দার, অফিস সেক্রেটারি হুমাউন  কবির (বাপ্পী)তদন্ত কর্মকর্তা সুবাস মন্ডল, আশিকুজ্জামান, আনিক চন্দ্র দাস, সদস্য সচিব শরিফুল ইসলাম শেখ, সদস্য ১ ছাব্বির মির্জা, সদস্য ২ ইউছুপ সরদার, মোসাম্মাদ সোনিয়া আক্তার, আশরাফুল ইসলাম খান, খুলনা বিভাগীয় কো-অর্ডিনেটর ডাঃ মিজানুর রহমান নবাগত কমিটির সকল সদস্যদের উদ্দেশে বলেন গন- স্বাধীনতা, মানবাধিকার সংরক্ষন, সু-শাসন প্রতিস্টা, অন্যায়ের প্রতিবাদ, রাষ্ট্র ও সমাজ পরিপন্থী যে কোন কাজে  প্রশাসনকে সহাতা প্রদান করিবেন।
পাশাপাশি দেশ ও জাতির কল্যানে জনগনের মাঝে আইনি সচেতনতা মূলক কর্মসূচী, দুঃস্থ অসহায়, নির্যাতিত ও বঞ্চিত আইনগত সহায়তা  সহ জনস্বার্থে ন্যয় বিচার ও অধিকার প্রতিষ্ঠার   লক্ষ্যে সমাজের বাস্তব চিত্র তুলেধরার কথা বলে সকলের সুস্থতা কামনা করে উক্ত সভার সমাপ্তি ঘোষনা করেন।