দাকোপে দলিতের নেটওয়ার্কিং এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৫ years ago

পাপ্পু সাহা:
খুলনার দাকোপে ২২ডিসেম্বর রবিবার দলিত সংস্থার উদ্যোগে ‘চাইল্ড
প্রোটেকশান ফর ভালনারেবল কমিউনিটিস’ প্রকল্পের স্থানীয় পর্যায়ের
স্টেকহোল্ডারদের সাথে নেটওয়ার্কিং/এ্যাডভোকেসী সভা দাকোপ উপজেলাস্থ
বানিশান্তা ইউনিয়নের আমতলাতে দলিত এর প্রকল্প কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
প্রকল্প ব্যবস্থাপক উজ্জ্বল মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন বানিশান্তা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান
মো:ফিরোজ আলী খাঁ ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য
জনাব বিপুল সরকাার, সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য বেগম
আমিরুন্নেছা। এছাড়া বাণীশান্তা ইউনিয়ন এর বিভিন্ন পর্যায়ের
গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কমিউনিটির মানুষ উপস্থিত ছিলেন। দলিতের কর্মী
শ্যামল মন্ডল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ও অন্যান্য কর্মীরা সভা পরিচালনার
সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বাণিশান্তা ইউনিয়নের
ভাঙ্গন কবলিত মানুষের সমস্যাগুলো সমধানের জন্য করণীয় বিষয়ে আলোচনা
করেন।