প্রত্যেক পরিবারকে প্রায় ১০ কেজি করে ত্রাণ দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে ৮ কেজি চাল, ১ কেজি ডাল, আধা কেজি লবণ, ৫০০ গ্রাম সয়াবিন তেল ও হ্যান্ড স্যানিটাইজার।
এ ব্যাপারে গ্রুপটির ফোকাল উজ্বল বর্মন এর সাথে কথা বললে তিনি জানান আমরা উদ্ভুত পরিস্থিতিতে আমাদের সকল বন্ধুদের নিয়ে বিশেষ করে অসীম ঘরামী, বিশ্বজিৎ চক্রবর্তী, শেক্সপিয়ার রায়, জয়ন্ত রায় সহ অন্য বন্ধু বান্ধব কে নিয়ে অসহায় মানু্ষকে সহায়তা করতে এই অস্থায়ী প্লাটফর্ম গঠন করেছি। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করছি মানুষকে সচেতন ও সামান্য সহায়তা সামগ্রী পৌঁছে দিতে।
এই ত্রান সামগ্রী অসহায় মানুষের দ্বারে দ্বারে পৌছানোর জন্য অক্লান্ত প্ররিশ্রম করছে একঝাক তরুন তারা হল সমিত দেব রায়, অরুনাভ রায়, সোহাগ রায়, সোহাগ শিকদার, আলাল মির্জা, রাহুল, রোভন সরকার, সৌমেন রায়, মিল্টন সরকার, ধীরাজ রায়, রাজিব রায়, সুজয় সহ অনেকে।
এই কাযর্ক্রম পরিচালনা করতে স্থানীয় সামাজিক সংগঠন “দাকোপ খুলনা শিক্ষা পরিবার (ডিকেএসপি)”, “শিশুদের জন্য আমরা”, “দ্যা ভয়েস অব দাকোপ” সংগঠনের স্থানীয় তরুনরা সবার্ত্তক সহযোগিতা করেছে।