প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১০:১১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৯, ২০২০, ৪:৩৪ অপরাহ্ণ
দাকোপে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান।
পাপ্পু সাহাঃ- স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ে কর্মরত ২৬০০০ স্বাস্থ্য সহকারীদের সংগঠন (বাংলাদেশ হেলথ্ এসিসট্যান্ট এসোসিয়েশনের) ডাকে বাংলাদেশের সকল উপজেলা পর্যায়ক্রমে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করে। তারই ধারাবাহিকতায় দাকোপ উপজেলার সকল স্বাস্থ্য সহকারিরা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করে। এই সময় নেতারা বলেন, স্বাস্থ্য বিভাগের সকল ক্ষেত্রে স্বাস্থ্য সহকারিরা বৈষমের শিকার। ট্যাকনিক্যাল কাজ করেও যথাযথ মর্যাদা দেওয়া হয় না। বেতন বৈষম্যের শিকার সহ বিভিন্ন দাবি তুলে ধরে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা কে স্মারকলিপি প্রদান করে অবহিত করা হয়া নেতারা কেন্দ্রীয় কার্যক্রম তুলে ধরে বলেন যে, আগামী ২২/০২/২০২০ এর মধ্য দাবি না মানলে ইপিআই সহ মাঠ পর্যায়ের সকল কার্যক্রম বন্ধ ঘোষনা করা হবে। উক্ত স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিল বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন দাকোপ উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম, সাধারন সম্পাদক সুবোল মন্ডল সহ মো কোরবান, এস এম কালাম, নৃপেন রায়, বীনা গাইন, সমীর মন্ডল, সাজেদুল গাজী প্রমুখ।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
@Earthtimes24.com