 
    
     প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩১, ২০২৫, ৭:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২১, ২০১৯, ৩:১৪ পূর্বাহ্ণ
 দাকোপে অপরাজিতাদের নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও সুশাষন বিষয়ক মৌলিক প্রশিক্ষণ। 
  
    
    
    
পাপ্পু সাহা,দাকোপ,খুলনাঃ- খুলনা জেলাধীন দাকোপ উপজেলায় গত ১৭-১৮জুলাই সকাল ১০.৩০ রূপান্তরের আয়োজনে লাউডোব ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বানিশান্তা লাউডোব ও বাজুয়া ইউনিয়নের অপরাজিতাদের সমন্বয়ে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও সুশাষন বিষয়ক দুইদিন ব্যাপি প্রশিক্ষণ  অনুষ্ঠিত হয় ।
সুইস  এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (এস ডি সি) ও হেলভেটাস বাংলাদেশ  এর অর্থায়নে ও রুপান্তর এর  আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধনী ও সমাপ্তি ঘোষণা করেন লাউডোব ইউ পি চেয়ারম্যান সরোজিত  কুমার রায়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত  থাকেন তিনটি ইউনিয়নের সংরক্ষিত সদস্য সুলতা মন্ডল, কল্যানী মণ্ডল, ছন্দিতা রায়, মাসকুরা পারভীন, বিউটি রায়, গীতা রায়, তদ্রা রায় সহ অন্যান্য অপরাজিতা নারী নেত্রী দেবলা গাইন, সুষমা গাইন, সরোজিনী মণ্ডল ,কাঞ্চন বিশ্বাস, রুপালী মির্জা ,গীতা সরকার, জবা  মণ্ডল, কাঞ্চন বিশ্বাস ও দানকুমারী সহ আরো অনেকে । প্রশিক্ষণে সহায়কের ভুমিকা পালন করেন রুপান্তরের অপরাজিতা প্রকল্পের জেলা সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন।প্রশিক্ষণটি পরিচালনা ও সার্বিক সহায়তা করেন  অপরাজিতা -  প্রকল্পের দাকোপ উপজেলা  সমন্বয়কারী কুমারেশ মন্ডল।
 
    
    
         
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ) 
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com
        
        
             @Earthtimes24.com