দাকোপের বাজুয়া ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তার অকাল মৃত্যু

লেখক:
প্রকাশ: ৬ years ago

পাপ্পু সাহা,দাকোপ,খুলনাঃ- খুলনা জেলার দাকোপ উপজেলার বাজুয়া ব্লকে কর্মরত উপসহকারী কর্মকর্তা সমীরন বিশ্বাস।

অকাল মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছে বাজুয়া ইউপি চেয়ারম্যান রঘুনাথ রায়, ইউপি সচিব ননী গোপাল মন্ডল, ইউপি সদস্য উৎপল দাস, রবীন্দ্র নাথ মোড়ল, কার্তিক মন্ডল,মনোহর রায়, দীনবন্ধু মন্ডল, সঞ্জয় মন্ডল, জাহাঙ্গীর গাজী, উত্তম মন্ডল, মনোজ কান্তি রায়, তন্দ্রা রায়, বিউটি রায়, গীতা মন্ডল, উদ্যোক্তা পাপ্পু সাহা, দফাদার হায়দার আলী সরদার, গ্রাম পুলিশ রমেশ, পঙ্কজ রায়, জাফর শেখ, রাখাল, সুধাংশু, বিজলী সহ এলাকার বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেনী পেষার মানুষেরা।