দাকোপের বাজুয়া ইউ পি ২০১৯-২০২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত।

লেখক:
প্রকাশ: ৫ years ago

পাপ্পু সাহা দাকোপ, খুলনা ঃ খুলনা জেলাধীন দাকোপের বাজুয়া ইউনিয়ন
২০১৯-২০২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট অধিবেশন ও জবাব দিহীতা মূলক
সভা ৩১-৫-২০১৯ ইং তরিখের সভাটি গতকাল ২৯ জুন শনিবার সকাল
এগারোটায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান রঘুনাথ রায়ের
সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উপস্থিত বাজেট উপস্থাপনায় ইউপি সচিব ননী
গোপাল মন্ডল ও রুপান্তর প্রতিনিধি বিপাশা রায় এর সঞ্চালনায় প্রধান
অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: আবদুল ওয়াদুদ।
বিশেষ অতিথি ছিলেন বিনয় কৃষ্ণ রায় চেয়ারম্যান দাকোপ ইউনিয়ন
পরিষদ। উৎপল দাস প্যানেল চেয়ারম্যান বাজুয়া ইউপি, ইউপি সদস্য রবীন্দ্র
নাথ মোড়ল, জাহাঙ্গীর গাজী, কার্তীক মন্ডল, দীনবন্ধু মন্ডল, মনোহর রায়,
বিউটি রায়, গীতা মন্ডল, প্রাক্তন অধ্যক্ষ নলীনি রঞ্জন সরকার, বা:স:প্রা:বি:
প্রধান শিক্ষক অর্দ্ধেন্দু শেখর রায়, আওয়ামীলীগ দাকোপ উপজেলা প্রচার
প্রকাশনা সম্পাদক মানষ মুকুল রায়,বাজুয়া ইউনিয়ন আওয়ামীলীগ
সভাপতি অপরাজিত মন্ডল অপু, সি এস এস ম্যানেজার অসীম দাস, হীড
বাংলাদেশ ম্যানেজার কুমুদ রঞ্জন রায়, নবযাত্রা প্রকল্প সুশীলন প্রতিনিধি
জি এম আমিনুর রহমান, কারিতাস প্রতিনিধি মিজানুর রহমান খান,
অর্চনা মল্লিক, রাজিব রায়, তুষার রায়, মলয় গাইন, রুপালী মির্জা, কাঞ্চন
বিশ্বাস, বিজলী বৈদ্য, রবীন্দ্র নাথ গাইন, সেলিম শেখ, কৃষ্ণপদ বৈদ্য, বিপুল
কয়াল, গৌর পদ মল্লিক, কৃষ্ণ রায়,কমলা রায়, প্রীতিলতা দাস, নির্মল রায়,
কালিপদ মন্ডল, ইউপি দফাদার হায়দার আলী সরদার, গ্রাম পুলিশ রমেশ মন্ডল,আবু
জাফর শেখ,রাখাল মল্লিক , সুধাংশু বালা সহ আরো অনেকে।