জামায়াতে ইসলামী তাদের দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পেয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার ইসি সচিব আখতার আহমেদ এ সংক্রান্ত প্রজ্ঞাপন ছাপাতে বিজি প্রেসে চিঠি পাঠিয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নামে দলের নিবন্ধন বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনের প্রকাশিত ২০১৮ সালের ২৮ অক্টোবরের প্রজ্ঞাপনটি বাতিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন দলীয় প্রতীকসহ পুনর্বহাল করা হলো।’
২০০৮ সালে নির্বাচন কমিশন দলটিকে ১৪ নম্বর দল হিসেবে নিবন্ধন দিয়েছিল।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের আমলে ২০১৩ সালে হাইকোর্টের এক রায়ের পরিপ্রেক্ষিতে ২০১৮ সালে দলটির নিবন্ধন বাতিল করে সংস্থাটি।
এর আগে ২০১৬ সালে সুপ্রিম কোর্টের এক প্রশাসনিক আদেশে দলটির প্রতীক দাঁড়িপাল্লা বাতিল করে ইসি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com