দহন সিনেমার প্রদর্শনীতে শিক্ষার্থীদের আপত্তি

লেখক:
প্রকাশ: ৬ years ago

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জাজ মাল্টিমিডিয়ার ‘দহন’ সিনেমাটি প্রদর্শিত হবে। আগামী ১ ডিসেম্বর থেকে বাণিজ্যিক এই ছবিটির প্রদর্শনী শুরু হবে।

এদিকে ছবিটির প্রদর্শনী নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ক্যাম্পাসে দিনভর এ নিয়ে চলেছে শোরগোল। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা প্রতিক্রিয়া ব্যক্ত করছেন অনেকে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায়ী করে নানারকম স্ট্যাটাস দিচ্ছেন তারা।

তবে বিশ্বিবিদ্যালয় প্রশাসন বলছে নিয়ম মেনেই ছবিটির প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।

সূত্রে জানা যায়, বুধবার রাতে জাজ মাল্টিমিডিয়ার ভেরিফাইড ফেইসবুক পেজে বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘দহন’ সিনেমাটি প্রদর্শিত হবে বলে প্রচার করা হয়। এরপর জাগো নিউজকেও এ ব্যাপারে নিশ্চিত করেন জাজ প্রধান আব্দুল আজিজ।

এ ঘটনা শোনার পরই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এ নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। সাইদ মুন্না নামের একজন লিখেছেন, ‘শুধু ছবি চালালে হবে?? হলের দর্শক বাড়াতে সরকারিভাবে স্কুল-কলেজ-ভার্সিটির ক্লাস-পরীক্ষা বন্ধ রাখতে হবে। এই ছবিতে নিশ্চিত কোনো নির্বাচনী দলের বিপক্ষে মেসেজ আছে। ও! হা! তাহলে কারো না কারো পক্ষেও থাকবে। নির্বাচনের আগে সকলকে সচেতন হতে হবে। #সরকারিভাবে এটা ফ্রি করে দিলে দেখাটা সহজ হতো। গুড জব রা’বি, সাওতাল থেকে রমনীর পথে।’

এম মইন উদ্দিন লিখেছেন, ‘স্বায়ত্বশাসিত শিক্ষা প্রতিষ্ঠানে বাণিজ্যিক ধরনের সিনেমা প্রদর্শন করা সুস্থ সাংস্কৃতিক মননশীলতার বিকাশে বাঁধা। রাবি প্রশাসন কোন দৃষ্টিতে অনুমোদন দিলো তা বোধগম্য নয়। এটা কোনোভাবেই মানব না।’

আকাশ পাল নামের শিক্ষার্থী লিখেছেন, ‘রাবি প্রশাসনের উচিত হয়নি কাজী নজরুল ইসলাম অডিটরিয়ামে সিনেমা দেখার জন্য অনুমতি দেয়া। কারণ এটা বিশ্ববিদ্যালয়ের সকল ডিপার্টমেন্টের অনুষ্ঠানের জন্য। সিনেমা হল বা পাবলিক প্লেস নয়।’

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী ১ ডিসেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা, বিকেল ৩টা, সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে ‘দহন’।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি পরিচালক ড. হাসিবুল আলম প্রধান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের যে নীতিমালা আছে সেখানে অডিটরিয়াম বাইরের মানুষের ব্যবহারের জন্য নিষেধাজ্ঞা নেই। প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলেই বিষয়টি নিয়ে নিয়ম মেনেই সিদ্ধান্ত দেওয়া হয়েছে। অনেকে প্রদর্শনীর বিপক্ষে আছেন আবার অনেকেই সিনেমাটি দেখতেও আগ্রহ প্রকাশ করেছেন।’

বাণিজ্যিক সিনেমার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বাইরের প্রতিষ্ঠান বা সংগঠনের কোনো কিছু প্রদর্শনের জন্য অতিরিক্ত ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা আছে। বাইরের মানুষদের অনুৎসাহিত করতেই ফি বেশি করা হয়েছে। যারা এই বাড়তি ফি দিয়ে প্রদর্শনী চালাতে রাজি তাদের অনুমতি দেয়া হয়। ‘দহন’র ক্ষেত্রে তাই হয়েছে। আর এতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সম্মতি আছে। এটা নিয়ে হট্টগোলের কিছু নেই।’

এদিকে প্রদর্শনী নিয়ে কোনো অনাকাঙ্খিত পরিবেশ সৃষ্টি হওয়ার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, ‘টিএসসিসি পরিচালক যেহেতু অনুমোদন দিয়েছেন সেহেতু নিয়ম মেনেই দিয়েছেন। তবে সেরকম কিছু হলে অবশ্যই নজর থাকবে। আমি বিষয়টি নিয়ে তার সাথে
দ্রুতই কথা বলবো।’

প্রসঙ্গত, রায়হান রাফি পরিচালিত ‘দহন’ ছবিটিতে সিয়াম ও পূজা জুটি বেঁধে অভিনয় করেছেন। এতে আরও অভিনয় করেছেন লাক্স তারকা জাকিয়া বারী মম।