‘দহন’ শেষে মন খারাপ মমর!

লেখক:
প্রকাশ: ৬ years ago

শুধু শিল্পী চূড়ান্তের দিক দিয়ে এ বছরের সবচেয়ে বেশি আলোচিত ছবির নাম ‘দহন’। এই ছবিতে সিয়াম ও পূজা জুটির সঙ্গে চুক্তি হয়ে গেলেও আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারছিলেন না প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। দহন ছবির এই গুরুত্বপূর্ণ চরিত্রে শেষ পর্যন্ত অভিনয় করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনয়শিল্পী মম। এরই মধ্যে ছবিটিতে তাঁর অংশের শুটিং শেষ। তাই নাকি মনটা খারাপ। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবিসহ একটি পোস্টও দিয়েছেন।

‘দহন’ ছবিতে কাজ করে দারুণ খুশি মম। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে এটি তাঁর প্রথম কাজ। মম বলেন, ‘এই ছবির পুরো ইউনিট খুব ভালো। তারুণ্যনির্ভর একটা ইউনিট। বেশ গোছানো কাজ করে। আমার বেশির ভাগ শুটিং হয়েছে আউটডোরে। সবকিছু মিলিয়ে বেশ ভালো কাজ হয়েছে।’

মমর মতে, এখন তরুণেরাই ভালো কাজ করছেন। আর এই তারুণ্য খুব উপভোগ করেন তিনি। তরুণের সঙ্গে কাজ করতে গিয়ে নিজের মধ্যেও তারুণ্য উপলব্ধি করতে পারেন।

ঈদের পর একটানা শুটিং করে ছবিতে নিজের অংশের কাজ পুরোপুরি শেষ করেন মম। এই সময়টায় ইউনিটের কাছ থেকে দারুণ সহযোগিতা পেয়েছেন তিনি। তাই তো ‘দহন’ ছবির শুটিং শেষে মন খারাপ মমর। ফেসবুকে মম লিখেছেন, ‘“দহন”-এর শুটিং শেষ এবং আমার মন খারাপ। আই এম মিসিং মাই সেট। মাই ইউনিট, মাই কো-স্টারস। লাভ ইউ অল।’

‘দহন’ ছবিতে মমর মতো একজন অভিনয়শিল্পীকে পেয়ে খুশি ছবিটির প্রযোজক আবদুল আজিজও। তিনি বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানের নতুন ছবি “দহন”-এ মায়া চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। এই চরিত্রের মম অসাধারণ অভিনয় করেছেন। প্রেক্ষাগৃহে ছবিটি দেখার পর দর্শকেরা তা টের পাবেন।’

এদিকে এ বছরের এপ্রিলে ‘দহন’ ছবির মায়া চরিত্রের জন্য বেশ ঘটা করে নাম ঘোষণা করা হয় আজমেরী বাঁধনের। ছবির শুটিং শুরুর আগ মুহূর্তে জানা গেল, ছবিটিতে অভিনয় করতে পারছেন না তিনি। এরপর পূর্ণিমাকেও চুক্তিবদ্ধ করানো হয়। সংবাদমাধ্যমে পূর্ণিমার কাস্টিংয়ের বিষয়টি নেতিবাচকভাবে উপস্থাপিত হয়েছে, এই অজুহাত দেখিয়ে সরে যান তিনি। শুটিং শুরুর আগে জানা গেল, মমই শেষ পর্যন্ত চূড়ান্ত। বিশ্বস্ত সূত্রে জানা যায়, ‘দহন’ ছবির মায়া চরিত্রের জন্য শুরু থেকেই মমকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু কিছু কারণে ছবিটিতে কাজ করতে রাজি হননি মম। শেষ পর্যন্ত ব্যাটে-বলে মিলে যাওয়ায় মমই কাজটি করেন এবং ইউনিটের সবার প্রশংসা কুড়ান।

শুধু তা-ই নয়, অরিন্দম শীলের ‘বালিঘর’ ছবিটিতেও নাকি প্রথম প্রস্তাব দেওয়া হয় মমকে। এই অভিনয়শিল্পী বলেন, ‘শুরুতেই দুটি ছবির অফার আমার কাছে এসেছিল। বিভিন্ন কারণে চরিত্র দুটি অনেক দিকে ঘোরাফেরা করেছে। আবার আমার কাছে ফিরে এসেছে।’