ঐন্দ্রিলা-সজলের প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের। তবে তা নেট নির্ভর। সজল ইতালি থাকেন আর সেখান থেকে ফেসবুকে ঐন্দ্রিলার সাথে পরিচয়। পরিচয় থেকে ভালবাসা। যা কিনা অনেক গভীর রূপ নেয়। একদিন ঐন্দ্রিলা তাকে ভালোবাসা দিবসে দেশে আসতে বলে।
ভাগ্যের বিরম্বনায় সজল ১৪ তারিখের পূর্বে কোনো টিকিট পায় না। বিষয়টি ঐন্দ্রিলাকে জানালে সে সব নেট থেকে তাকে ব্লক করে দেয়। এমনকি মোবাইল নম্বরও পরিবর্তন করে। সজল উপায় অন্ত না পেয়ে হুট করে দেশে চলে আসে। খুঁজতে থাকে ঐন্দ্রিলাকে। কোথাও খুঁজে পায় না। এমনই এক যুগোপযোগী গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ফেইক লাভ’।
আহসান হাবিব সকালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জনপ্রিয় নাট্য নির্মাতা দীপু হাজরা। সজল, ঐন্দ্রিলা ছাড়া নাটকটিতে আরও অভিনয় করেছেন পাভেল ইসলাম, মাহা সিকদার, মীর শহীদ, আবির খান, হিমি, হিয়া প্রমুখ।
নাটকটি প্রসঙ্গে দীপু হাজরা বলেন ‘গল্পটি একটু ব্যতিক্রম আছে আর সজল ও ঐন্দ্রিলার সাথে এটি আমার প্রথম নাটক। ওরাও অনেক ভালো করেছে। বেশ ভালো একটি কাজ হবে বলে আশা করছি।’
সজল বলেন, ‘প্রায় দশ বছর পর ঐন্দ্রিলার সঙ্গে কাজ করে খুব আনন্দ পেলাম। চমৎকার একটি গল্প আছে। দীপু ভাই যত্ন নিয়ে কাজটি করেছন। তার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক থাকলেও এটাই প্রথম কাজ তার পরিচালনায়। আশা করছি নাটকটি উপভোগ্য হবে।’
ঐন্দ্রিলা বলেন, ‘দীপু ভাইয়ের সাথে আমার প্রথম কাজ। পরিছন্ন একটি ইউনিট। নাটকের গল্প ও কাস্টিংও ভালো ছিল। আমিও আমার সর্বোচ্চটা দেবার চেষ্টা করেছি। বাকীটা দর্শকের উপরে। তবে মজার বিষয় হলো প্রায় ১০ বছর পর সজল ভাইয়ের বিপরীতে আবার ক্যামেরার সামনে দাঁড়ালাম। তাই ফিলটা একটু অন্য রকম ছিল।’
আসছে ভালোবাসা দিবসে একটি বে-সরকারী স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচারের কথা রয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com