দশমিনায় শেষ কর্মদিবসে নিজ অর্থে বই বিতরণ করলেন ইউএনও

লেখক:
প্রকাশ: ২ years ago

শেষ কর্মদিবসে নিজ অর্থায়নে শিক্ষাপ্রতিষ্ঠানের লাইব্রেরিতে বিজ্ঞানবিষয়ক বই বিতরণ করেছেন পটুয়াখালীর দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন আল-হেলাল। বুধবার বিকালে ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের লাইব্রেরির জন্য বিজ্ঞানবিষয়ক বই বিতরণ করেন তিনি।

এছাড়া এডিপির অর্থায়নে ১০ জন অসহায়-দুস্থ নারীদের মাঝে সেলাইমেশিন, শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও বই বিতরণ করা হয়েছে। একইসঙ্গে ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে অর্ধশত জোড়া বেঞ্চ বিতরণ করেন ইউএনও।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ইকবাল মাহমুদ লিটন ও সাদিউল আলম তালুকদার প্রমুখ।

এ বিষয়ে ইউএনও মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, দশমিনা উপজেলার শিক্ষার্থীরা বিজ্ঞান শিক্ষায় অনেকটা পিছিয়ে আছে। আগামীর দিনগুলো বিজ্ঞানের। তাই বিজ্ঞান সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহ থাকা জরুরি। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করার জন্য আমি ব্যক্তিগতভাবে এ উদ্যোগ নিয়েছি।