দক্ষিনাঞ্চলে সম্ভাবনাময় উন্নত শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার কাজ চলছে : শিল্প মন্ত্রী

লেখক:
প্রকাশ: ২ years ago

শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন পদ্মা সেতু নির্মানে দক্ষিনাঞ্চলে টেকসই শিল্পায়নের মাধ্যমে অর্থনৈতিক সম্ভাবনা বাস্তবায়ন প্রধানমন্ত্রীর নির্দেশে ২০৪১ সালের আগেই শিল্প সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ  বিনির্মানে তরুন উদ্যোক্তাদেরসহ আমাদের সবাইকে সমন্বিত উদ্যোগে শিল্প  মন্ত্রনালয়সহ অন্যান্য মন্ত্রনালয় বাস্তবমুখী কর্মপরিকল্পনা প্রণয়নে কাজ করে চলছি। দেশে অস্বাভাবিক উন্নয়ন কর্মযজ্ঞ চলছে, অন্যদিকে উন্নয়ন বাধাগ্রস্থ করতে মাঠে নেমেছে কারা তা আপনারা জানেন। স্থানীয় পর্যায় সম্ভাব্য উৎপাদনমুখী টেকসই শিল্প,  কলকারখানা গড়ে তোলার জন্য সরকারসহ স্থানীয় প্রশাসন-জনপ্রতিনিধিরা সহযগিতা করবে বলে শিল্প মন্ত্রী আশ্বাস দেন।

রবিবার (৫ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমীতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প  কর্পোরেশন (বিসিক) ও জেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন অংশীজনের অংশগ্রহনে পদ্মা সেতু কেন্দ্রিক ” টেকসই শিল্পায়নের উন্নয়ন কর্মপরিকল্পনা” প্রণয়নের লক্ষ্যে  মতবিনিময় সভায় শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন প্রধান অতিথি হিসাবে বক্তৃতায় এ কথা বলেন।

 

 

জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পটুয়াখালী-২ আসনের এমপি সাবেক চীফ হুইপ আ স ম ফিরোজ, পটুয়াখালী-৩ আসনের এমপি এস এম শাহজাদা, ৩২৯ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, শিল্প মন্ত্রনালয়ের সচিব জাকিয়া সুলতানা, শিল্প ও শক্তি বিভাগ কমিশনের সদস্য (সচিব) আব্দুল বাকী, বিসিক (গ্রেড-১) চেয়ারম্যান  মুহঃ মাহবুবর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর।

আরও বক্তব্য রাখেন বরিশাল জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান৷ ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম, রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মোঃ হাফিজুর রহমান, পৌর সভার মেয়র মহিউদ্দিন আহমেদ, কুয়াকাটার মেয়র আনোয়ার হাওলাদার, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স, পটুয়াখালী বিসিক’র মালিক সমিতির সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারন সম্পাদক হাজী মাসুম বিশ্বাস প্রমুখ। এর আগে শিল্প মন্ত্রী বিসিক ও জেলা প্রশাসনের আয়োজনে  সকাল ১০ টায় ডিসি স্কয়রে ১০দিনব্যাপী “বিসিক উদ্যোক্তা মেলা ও ক্রেতা – বিক্রেতা সম্মিলন  ফিতা কেটে ও বেলুন উড়িয়ে  উদ্বোধনী করেন। মেলায় ৮০ টি স্টল স্থাপন করা হয়েছে।